বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপান চলমান প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখবে : অর্থ উপদেষ্টা

প্রতিনিধি: / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

অর্থনীতি: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকারের সঙ্গে জাপান কাজ করতে আগ্রহী। তারা বলেছে, রাজনৈতিক যে স্থিতিশীলতা, সেটা নিশ্চিত হলে বাংলাদেশে তাদের চলমান সব প্রকল্প অব্যাহত থাকবে।’ গতকাল সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। পরে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ড. সালেউদ্দিন বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে জাপানের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করা হয়েছে যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। রাজনীতিতে যেসব ঝামেলা বা জটিলতা ছিল, তা কেটে গেছে। বাংলাদেশে চলমান তাদের সব প্রকল্প অব্যাহত রাখার আহŸান করা হয়েছে।’ সময় বাংলাদেশে চলমান প্রকল্পের সময়মতো অর্থছাড়ের আহŸান জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশের বাজেট বাস্তবায়নে আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। এ ছাড়া মেট্রোরেলের প্রকল্প নিয়েও তাদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু কী কথা হয়েছে, তা এখন বলবো না। সব কথা বলা ঠিক হবে না।’ জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বেশি করে বিনিয়োগের আহŸান জানানো হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘বৈদেশিক বিনিয়োগ না বাড়লে আমাদের রিজার্ভ সমৃদ্ধ হবে না। এ কারণে আমাদের ইপিজেডগুলোয় তাদের দেশের বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহŸান জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমার দিকে থেকে আমি জাপানি রাষ্ট্রদূতকে বাংলাদেশে চলমান সব প্রকল্পের কাজ পুরোদমে চালিয়ে নেওয়ার আহŸান জানিয়েছি।’ স্টুডেন্ট ভিসার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘জাপানে পড়াশোনার ক্ষেত্রে আমাদের দেশের ছেলেমেয়েদের জন্য স্টুডেন্ট ভিসা ও স্কলারশিপসহ সব সুযোগ-সুবিধা বাড়ানোর অনুরোধ করেছি রাষ্ট্রদূতকে।’ বাংলাদেশের চলমান সব কাজ নিয়ে রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাইলেন, বিশেষ করে দেশের বাজেট সহায়তার বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন, সাংবাদিকরা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘জাপানের রাষ্ট্রদূত বলেছেন সব বিষয়ে তার সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানাবে।’ মোটকথা বাংলাদেশের বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে জাপান বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রæতি দিয়েছে বলে জানান ড. সালেউদ্দিন আহমেদ।


এই বিভাগের আরো খবর