সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাবর বাংলাদেশের সাথে ভিন্ন ব্যাটিং পজিশনে খেলবেন

প্রতিনিধি: / ১৮১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

স্পোর্টস: পরিবর্তন হতে পারে বাবর আজমের ব্যাটিং পজিশন। আসন্ন বাংলাদেশের বিপক্ষে সিরিজেই এই পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে। টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ৪ নাম্বার পজিশনে ব্যাটিং করানো হবে বাবর আজমকে। মূলত ওপনিং এবং ওয়ান ডাউনেই ব্যাটিং করতে দেখা যায় বাবর আজমকে। প্রথম তিনে ব্যাট করেই অভ্যস্ত। তবে এবার নতুন ভাবে দেখা যেতে পারে ৪ নাম্বারে। কৌশলগত কারণে ম্যানেজমেন্ট বাবরকে নিয়ে নতুন কিছু ভাবছে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী আব্দুল্লাহ শফিক ওপেনিংয়ে থাকছেন, এটা মোটামুটি নিশ্চিত। অধিনায়ক শান মাসুদকে দেখা যাবে ৩ নাম্বারে। বাবরকে ৪ এ ব্যাট করানোর কারণ হিসাবে ভাবা হচ্ছে মিডল অর্ডারকে আরো শক্তিশালী করা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর শোনা যাচ্ছিলো পাকিস্তান দলে আসবে নানা পরিবর্তন। বাবরের ব্যাটিং পজিশন পরিবর্তন হতে পারে সেই পরিবর্তনের ই একটি প্রক্রিয়া। তাছাড়া ভাবা হচ্ছে এতে করে নতুন ব্যাটিং অর্ডার টপ অর্ডার ও মিডল অর্ডার আরও বেশি মজবুত হবে। এর আগে ২০২২ সালে পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের সময় তাকে তিন নম্বর পজিশনে খেলানো হয়। একই বছর ইংল্যান্ডের বিপক্ষেও একই পজিশনে খেলতে দেখা যায় তাকে। তাই বাবরের চার নম্বর পজিশনে খেলা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের বিপক্ষে লাল বলের সিরিজে বাবরের এই ব্যাটিং অর্ডারের পরিবর্তন লম্বা সময়ের জন্য হতে পারে বলেও জানা যাচ্ছে।


এই বিভাগের আরো খবর