সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিরির বিদায় আন্তর্জাতিক ফুটবলকে

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

৩২ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন সুইজারল্যান্ডের মিডফিল্ডার জার্দান শিাকিরি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সোমবার নিজের অবসরের ঘোষণা দেন এই ফুটবলার। ফলে ইউরোয় ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল হয়ে রইল তার শেষ ম্যাচ। ২০১০ সালে অভিষেক হয়ে ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শাকিরি সুইজারল্যান্ডের হয়ে ১২৫ ম্যাচ খেলেছেন। ৩২ গোল করার পাশাপাশি তার অ্যাসিস্ট রয়েছে ৩৪টি। ২০১০ বিশ্বকাপ থেকে ২০২৪ ইউরো পর্যন্ত সুইসদের হয়ে ৭টি বড় টুর্নামেন্টে খেলেছেন তিনি। দেশটির হয়ে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে তার চেয়ে বেশি বড় প্রতিযোগিতায় খেলতে পারেননি আর কেউ। এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে থাকলেও খুব বেশি খেলার সুযোগ পাননি শাকিরি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামার সুযোগ পাননি। স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ পেয়ে ৬০ মিনিট খেলে সমতাসূচক গোলও করেন তিনি। তারপরও গ্রুপের শেষ ম্যাচে জার্মানি ও শেষ ষোলোয় ইতালির বিপক্ষে তাকে মাঠে নামাননি কোচ। কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে বদলি নেমে ১১ মিনিট খেলেছিলেন তিনি। বিদায়ী বার্তায় শাকিরি সবার প্রতি  কৃতজ্ঞতা জানিয়েছেন। “সাতটি টুর্নামেন্ট, অনেক গোল, সুইস জাতীয় দলের হয়ে ১৪ বছর এবং অবিস্মরণীয় সব মুহূর্ত। জাতীয় দলকে বিদায় বলার সময় এসেছে। দারুণ সব স্মৃতি রয়ে গেছে এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।”


এই বিভাগের আরো খবর