সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্কারের বদলে তিতে

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪

স্পোর্টস: টানা ৬ মৌসুম বসুন্ধরা কিংস ফুটবল দলের স্প্যানিশ কোচ ছিলেন অস্কার ব্রæজন। সেই ব্রæজন দেশে চলে গেছেন। নতুন কোচ আনা হয়েছেন কিংসে। উয়েফা লাইসেন্সধারী রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে বসুন্ধরা কিংসের দায়িত্ব নিতে কয়েক দিনের মধ্যেই ঢাকায় আসতে পারেন। নতুন কোচ নেওয়া হয়েছে জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। অস্কার ব্রæজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অস্কারকে দিয়ে প্রিমিয়ার ফুটবল লিগে সাফল্য পেলেও আন্তর্জাতিক ক্লাব ফুটবলে সাফল্য নেই। ক্লাব সভাপতি ইমরুল হাসান বললেন, ‘সাফল্য নেই বলব না। প্রত্যাশা অনুযায়ী সাফল্য নেই।’ বসুন্ধরা কিংস চায় ট্রফি, তারা চায় এএফসি কাপের শীর্ষ স্থানে উঠতে। কিন্তু অস্কার সেই চাওয়া পূরণ করতে পারেননি। চাওয়া পুরণ করতে না পারলেও অস্কারকে নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে ক্লাবটিকে। ক্লাবের বিভিন্ন সূত্রের দাবি অস্কারের সঙ্গে বনিবনা ছিল না। দেশে ফিরে গেছে। যাওয়ার আগে দেশের সংবাদমাধ্যমে বিভিন্ন মন্তব্য করেছেন যা কিনা ক্লাব বিরোধী। একটা দলে এত দিন ছিলেন অস্কার। কোনো কথা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেননি। যখন অস্কারকে বাদ দেওয়া হলো, তার চাকরি মেয়াদ বাড়ানো হলো না। তখনই দেশে ছাড়ার আগে ক্লাবের কর্মকর্তাদের সম্পর্কে নেতিবাচক কথা জানিয়ে গেছেন সংবাদ মাধ্যমে। বসুন্ধরা কিংসের বিভিন্ন সূত্রের দাবি দলের ম্যানেজার ওয়াসিমকে নিয়ে অস্কারের আপত্তি, মিডিয়া ম্যানেজার শায়েককে নিয়ে অস্কারের আপত্তি, সহকারী কোচ জিলানীকে নিয়ে আপত্তি। নানা ঘটনার সূত্র ধরে তাদের সঙ্গে মতবিরোধ হয়েছে অস্কারের। মালদ্বীপে কেন শায়েক যাবেন। তিনি মিডিয়া অফিসার। শায়েক যাবেন, সেটি ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্ত। কিন্তু অস্কার এটি নিয়ে আপত্তি তুলে ঝামেলা করেছিলেন। ক্লাবের মাঠে অনুশীলন করার সময় জিলানীকে মাঠ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। ফুটবল ম্যানেজার ওয়াসিমকে নিয়ে অনেক বার আপত্তিকর ঘটনা ঘটেছে। পরস্পর বিরোধী কথা ফুটবল বাজারে ঘুরে বেড়িয়েছে। অস্কার ব্রæজনকে নানা বিষয় নিয়ে কথা বলতে চাইলেও তিনি সাড়া দেননি। ক্লাব কর্মকর্তাদের দাবি ভুলত্রæটি থাকতেই পারে। তাই বলে এমন ব্যবহার করবে সেটা দৃষ্টিকটু। ক্লাবের কথা হচ্ছে কোচ হিসাবে অস্কার ভালো। লিগে সাফল্য আছে। আমরা এএফসিতে সাফল্য পাইনি। কিন্তু অস্কার এবং ম্যানেজার ওয়াসিমের সঙ্গে এমনভাবে লেগে গেল একটা পর্যায়ে শোনা গেল ওয়াসিম থাকলে অস্কার থাকবেন না। এমন শর্ত দিয়ে তো চাকরি করা যায় না। ক্লাব কর্তৃপক্ষ নানা অভিযোগ যাচাই-বাছাই করে ওয়াসিমকে পাশ মার্ক দিয়েছে। এ থেকেই ১৫ হাজার ডলার বেতন পাওয়া অস্কার ব্রæজন-বসুন্ধরা কিংস সম্পর্কের মাঝখানে কেচি চালাতে দেরি হয়নি। ইমরুল হাসান সবকিছু দেখে শুনে সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইমরুল স্বীকার করেননি অস্কারের সঙ্গে কিছু হয়েছে। ইমরুলের এক কথা এএফসির টুর্নামেন্টে আমরা আরো ভালো কিছু করতে চাই। প্রত্যাশা নিয়ে প্রত্যাশা পূরণ করতে চাই। নতুন কোচ এ কারণে আনা হয়েছে।’ বসুন্ধরা কিংস আগামীতে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে। কথা ছিল প্লেঅফ খেলবে। কিন্তু সমীকরণে দুয়ার খুলেছে কিংসের। তারা সরাসরি গ্রæপ পর্বে খেলবে। এই অবস্থায় নতুন কোচ রোমানিয়া থেকে আনা হচ্ছে। যার ক্লাব কোচিংয়ে অভিজ্ঞতার ভাÐার পূর্ণই।

 


এই বিভাগের আরো খবর