বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জঞ্জাল

প্রতিনিধি: / ২১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

মাহফুজ রেজা
সমাজ টা তে ঘুন ধরেছে
বাড়ছে অনেক জঞ্জাল,
আমজনতা দিশেহারা
কি করবে, পায় না তাল।
ক্ষমতাসীন পেশীর জোরে
কামাই করে দুই হাতে,
থাকলে আসীন গদির পরে
নজর দেয় না কেউ তাতে।
সবাই তারে সমীহ করে
এই সুযোগে গাছের খায়,
তলার যে টা নেয় কুড়িয়ে
এ দিক ও দিক হাত বাড়ায়।
জমি কিনে,ফ্লাট কিনে
টাকা জমায় দেশ বিদেশ,
দুর্নীতি টা হালাল ভাবে
নীতি টা তার হয় নিঃশেষ।
সর্ষে দিয়ে ভূত তাড়াবেন?
ভূত থাকে সেই সর্ষে পর,
করার কিছু থাকে না যে
যতই ভাবেন, অতঃপর।
কেঁচো খুঁড়তে সাপ মিলে
সব খানে তার গোঁজামিল,
যখন ছিলো ক্ষমতাসীন
ভাবতো সবাই সাদা দীল।
নামাজ পড়ে, রোজা রাখে
কাবায় গিয়ে করে হজ্জ্ব,
ভেতর টা তার পুঁতিগন্ধ
যায় বুঝা সব করলে খোজ।


এই বিভাগের আরো খবর