সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে জয় পেতে মরিয়া

প্রতিনিধি: / ২২৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

স্পোর্টস: কোপা আমেরিকার মাঠ নিয়ে আর্জেন্টিনা অভিযোগ করেছে। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর দরিভাল জুনিয়রকেও এটা নিয়ে চিন্তিত দেখা গেছে। তাঁর চিন্তার কারণ অবশ্য মাঠের মান নয়, মাঠের মাপ। মূলত আমেরিকান ফুটবলের (এনএফএল) জন্য তৈরি এই মাঠগুলো ফিফার আন্তর্জাতিক মাপ থেকে কিছুটা ছোট। এখানে ‘ দলগুলোর বিপক্ষে জায়গা বের করা তাই আরো কঠিন, দ্রুত প্রতি-আক্রমণের ঝুঁকি থাকে। কোস্টারিকার জমাট রক্ষণ ভাঙতে না পারা ব্রাজিলকে আবারও সেই সমস্যার মুখে পড়তে হতে পারে প্যারাগুয়ের বিপক্ষে। কলম্বিয়াকে প্রথম আধাঘণ্টা সেভাবেই আটকে রেখেছিল ড্যানিয়েল গারনেরোর দল। ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত ২-১ গোলে হারে তারা। তবে ব্রাজিলকে কোপায় গত পাঁচ খেলায় তারা জিততে দেয়নি নির্ধারিত সময়ে। তার মধ্যে একটি জয় ২০০৪ সালে, পরের চার ম্যাচের তিনটি গড়ায় টাইব্রেকারে। গ্রুপ পর্বে সেই সুযোগ নেই। কলম্বিয়ার বিপক্ষে গ্রæপের শেষ ম্যাচে মাঠে নামার আগেই ব্রাজিল তাই জিততে চাইবে। কলম্বিয়া এই মুহূর্তে সেরা সময় পার করছে। সর্বশেষ ২৪ ম্যাচে অপরাজিত দলটি রয়েছে টানা ৯ ম্যাচ জয়ের ধারায়। তাই প্যারাগুয়েকে হারিয়েই শেষ আটের রাজপথে ওঠা সেলেসাওদের জন্য নিরাপদ! ব্রাজিলের রক্ষণভাগের গুইলের্মে আরানা বলেছেন, দলের মানসিকতা ইতিবাচক, ‘কোস্টারিকা ম্যাচের পর কোচ আমাদের খেলার প্রশংসা করেছেন। আমরাও ইতিবাচক আছি। শুরুতে প্রত্যাশিত ফল হয়তো পাইনি। কিন্তু এখনো দুটি ম্যাচে ভালো সুযোগ আছে আমাদের।’ প্রথম ম্যাচে গোল বাদে সব কিছুই ছিল ব্রাজিলের পক্ষে। প্যারাগুয়ের বিপক্ষে জিততে হলে সেই গোলটাই পেতে হবে আগে। প্রতিপক্ষ এদিনও নিশ্চিত কাজটা কঠিন করে তুলতে চাইবে।


এই বিভাগের আরো খবর