সর্বশেষ :
মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত খুলনার উপকূলীয় অঞ্চলে বিক্রি হচ্ছে গোলফল ; অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলছে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও: মন্ত্রণালয়ের কঠোর সতর্কবার্তা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫ নুরের জ্ঞান ফিরেছে, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙেছে মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি  ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ৩ দেশ ইরানের আগের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে চায় চোর সন্দেহে গুগল ম্যাপস কর্মীদের গণপিটুনি থাই প্রধানমন্ত্রী আদালতের রায়ে ক্ষমতা হারালেন পুলিশের গাড়িচাপায় তরুণের মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় তীব্র হয়েছে বিক্ষোভ
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রেনে ধর্ষণ: আরেকজন গ্রেপ্তার

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

সিলেট থেকে চট্টগ্রাম আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এসএ করপোরেশনের কর্মচারী আবদুর রউফ রাসেলকে (২৮) বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ধর্ষণকান্ডে  চার জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। অন্যদিকে উদয়ন একপ্রেস ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। রেলওয়ে পুলিশের চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, “ঘটনার পরপর তিন জনকে গ্রেপ্তার করা হলেও রাসেল পালিয়ে নোয়াখালী চলে গিয়েছিল। “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।” গত মঙ্গলবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের খাবারের বগিতে এক তরুণী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছানোর পর ওই তরুণী জিআরপি পুলিশকে অভিযোগের পর ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম জিআরপি থানার ওসি এসএম শহীদুল ইসলাম বলেন, “ওই তরুণী সিলেট স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন চট্টগ্রামে আসার জন্য। পথিমধ্যে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন।” এ ঘটনায় ওই তরুণী চার জনকে অভিযুক্ত করে জিআরপি থানায় মামলা করেছেন বলে জানান ওসি।
এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত
চার কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর উদয়ন এক্সপ্রেস ট্রেন এসএ করপোরেশনের খাবার সরবরাহ স্থগিত করার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের সহকারী চিফ অ্যাসিসট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী বলেন, “যেহেতু একটা অভিযোগ উঠেছে, সেটার তদন্ত প্রয়োজন। তাই প্রতিবেদন না আসা পর্যন্ত উদয়ন এক্সপ্রেস ট্রেনে এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।” পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর