বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভাল্লাগে না

প্রতিনিধি: / ২১৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ জুন, ২০২৪

মাহফুজ রেজা
ভাল্লাগে না আগের মত
রমজান আর বখরা ঈদ,
ঈদের দিনে নামাজ পড়ে
দেই আরামে সুখের নীদ।
আনন্দ হয় নিরানন্দ
বন্ধু স্বজন পাশে নেই,
কোথায় যেন হারিয়ে গেছে
অনাবিল আনন্দ সেই।
বাবা মা আর ভাই বোনেরা
যে যার মত করছে ঈদ,
বন্ধু সুজন হারিয়ে গেছে
হারিয়ে গেছে সব সুহৃদ।
ইট কাঠের এই দালান কোঠা
বন্দি শালায় আটক সব,
পুত্র কন্যা স্বামী স্ত্রী
এই মিলে হয় সব উৎসব।
মনে পড়ে আগের দিনে
পাড়া পড়শী আসত সব,
ফিরনী পায়েশ মিঠাই খেয়ে
পালন হতো সব উৎসব।
এখন তো আর কেউ আসে না
আমরা ক’ জন মানুষ এই,
সুখ আনন্দ হারিয়ে গেছে
হারিয়ে গেছে মনের খেঁই।
ব্যাস্ত শহর এখন ফাঁকা
নেই কোলাহল, শান্ত সব,
ব্যাস্ত জীবন সেটাই ভালো
করছি তাহা অনুভব।
আগের দিনের সেই আনন্দ
ফিরে পাবার আশা ক্ষীণ,
যে ক’ টা দিন বেঁচে আছি
বাজবে মনে দুঃখের বীণ।


এই বিভাগের আরো খবর