• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:২১

দেব আবেগঘন বার্তা দিলেন

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

টলিউডের অন্যতম সফল অভিনেতা ও প্রযোজক দেব। মূল ধারার বাণিজ্যিক সিনেমা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। ‘চ্যালেঞ্জ’ নিতে বরাবর ভালোবাসেন এই অভিনেতা। তাই তো প্রযোজনার ময়দানে নেমেছিলেন। সেখানেও ‘চ্যাম্প’দেব। বক্স অফিসকে ‘টেক্কা’ দিয়ে হয়েছেন টলিউডের ‘প্রধান’। দেখতে দেখতে সাতটা বছর কেটে গেল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের। বিশেষ ভিডিও শেয়ার করে এই দিনটাকে স্মরণীয় করে রাখলেন দেব। ক্যাপশনে দিলেন আবেগঘন বার্তা। তাতেই আবার কমেন্ট করলেন রুক্মিণী মৈত্র। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম সিনেমা ‘চ্যাম্প’। তারপর থেকে যে সমস্ত সিনেমা মুক্তি পেয়েছে, আর আগামীতে যে সিনেমা দর্শকের দরবারে আসবে তার একটি কোলাজ ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন দেব। এই তালিকাতেই রয়েছে ‘টেক্কা’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে পুজোয়। তারপরই রয়েছে রামকমল পরিচালিত ‘বিনোদিনী’ আর সুজিত দত্তর ‘খাদান’। ‘খাদান’ সিনেমার দ্বিতীয় পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিওর মাধ্যমে একথা জানিয়ে ক্যাপশনে দেব লেখেন, ‘এই সুন্দর সফরের জন্য আমার সিনেমার সমস্ত অনুরাগীকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার সমস্ত পার্টনার, পরিচালক, সহ-অভিনেতা, টেকনিশিয়ানস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার টিমকে যাঁদের ছাড়া এই সফর সম্ভব হতো না।’ দেব আরও লেখেন, ‘আমরা টিমওয়ার্কে বিশ্বাস করি না, আমরা পরিবারে বিশ্বাস করি। তাই এই সাত বছরের জন্য দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সবাইকে শুভেচ্ছা।’দেবের এই পোস্টেই রুক্মিণীর মন্তব্য, ‘তখনও বিপ্লবী, এখনও বিপ্লবী! আমার কুর্নিশ রইল।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com