শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কালো শাড়িতে নজর কাড়লেন পূর্ণিমা

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। রূপ ও অভিনয়ে যিনি এখনও দুই প্রজন্মের দর্শককে সমানভাবে মুগ্ধ করে চলেছেন। নব্বই দশকের শেষ দিকে অভিনয়জীবন শুরু করা এই নায়িকা আড়াই দশক পেরিয়েও সেই লাস্যময়ী আবেদন ধরে রেখেছেন। সামাজিক মাধ্যমেও পূর্ণিমার জনপ্রিয়তা দারুণ। নিয়মিত নিজের ছবি প্রকাশ করেন তিনি; আর ভক্তরাও তাকে ভরিয়ে দেন ভালোবাসা ও প্রশংসায়। বিশেষ করে তার ‘বয়স না বাড়ার’ সৌন্দর্য নিয়ে ভক্তদের আগ্রহও বরাবরই বেশি। গত বৃহস্পতিবার বিকেলে পূর্ণিমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, কালো রঙের শাড়িতে সজ্জিত পূর্ণিমা, সঙ্গে মিলিয়ে গহনা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্ল্যাক ইজ মাই হ্যাপি কালার।’ ছবি প্রকাশের পর মুহূর্তেই কমেন্ট বঙ্ ভরে ওঠে ভক্তদের প্রশংসায়। কারও মন্তব্য, ‘আপনি সেই আগের মতোই সুন্দর।’ আবার কেউ লিখেছেন, ‘বয়স বাড়েনি, দিনে দিনে সুন্দরী হচ্ছেন।’ আরেকজন লিখেছেন, ‘কালোতে আপনি বেশিই সুন্দর।’ এছাড়াও অনেকে তার নতুন স্টাইল, মেকআপ ও ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেন। ২০০৩ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’ দিয়ে এক ঝলকেই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন পূর্ণিমা। পরে ২০০৬ সালে এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতে অভিনয় করে আরও প্রশংসা কুড়ান তিনি। দুই দশকের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে অভিনয়, সৌন্দর্য ও পরিশীলিত উপস্থিতির জন্য আজও সমানভাবে প্রাসঙ্গিক তিনি।


এই বিভাগের আরো খবর