শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খালেদা জিয়ার হার্টে পেস মেকার বসানোর কাজ চলছে: আনিসুল হক

প্রতিনিধি: / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ জুন, ২০২৪

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২৩ জুন) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তাই খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেয়া হয়েছে। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে নতুন কোনো আবেদন নেই। তাছাড়া, বিদ্যমান আইনে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নতুন কোনো আবেদন পাইনি। তবে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। যে আইনি ব্যবস্থায় খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে, একই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ পাঠানো সম্ভব নয়।


এই বিভাগের আরো খবর