বিদেশ : ইউক্রেনকে শিগগিরই মোট ২ হাজার রকেট ও অন্যান্য অস্ত্র পাঠাতে যাচ্ছে কানাডা। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বিল বেøয়ার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। একটি বিবৃতিতে বিল বলেছেন, গত কয়েক মাস ধরে কানাডার বিশেষজ্ঞরা রকেটের নিরাপদ অপারেশন নিশ্চিতকরণে কাজ করেছেন। তবে সেসব রকেটের কোনো যুদ্ধাস্ত্র নেই। বেøয়ারের এক মুখপাত্র পৃথকভাবে রয়টার্সকে বলেছেন, শেষ পর্যন্ত ইউক্রেনে কিছু যুদ্ধাস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে কানাডা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। কানাডা ২৯টি জার্মান-নির্মিত রিমোট নিয়ন্ত্রিত অস্ত্র কেন্দ্র পাঠাচ্ছে। সেগুলো বিভিন্ন সাঁজোয়া যানের সঙ্গে সংযুক্ত করা যাবে। এমনকি সেগুলোতে এক লাখ ৩০ হাজার রাউন্ড ছোট অস্ত্রের গোলাবারুদও রাখা যাবে। রাশিয়া ২০২২ সালের ফেব্রæয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর থেকে কিয়েভকে ২৯০ ডলারের সামরিক সহায়তাসহ মোট এক হাজার ২০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রæতি দিয়েছে।