সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নেপাল-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলো , সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

প্রতিনিধি: / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ জুন, ২০২৪

স্পোর্টস: দুই হারে সুপার এইটের পথটা জটিল করে ফেলেছিল শ্রীলঙ্কা। আশায় ছিল নেপালের বিপক্ষে জিতে ক্ষীণ সম্ভাবনাটুকু বাঁচিয়ে রাখতে। কিন্তু বৃষ্টি সেটাও হতে দিলো না। ফ্লোরিডার টানা বৃষ্টিতে টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে ম্যাচ। তাতে দুই দল এক পয়েন্ট ভাগাভাগি করায় টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে লঙ্কান দল। নেপালের সম্ভাবনাও তাতে ধাক্কা খেয়েছে। বিপরীতে এই ম্যাচ ভেসে যাওয়ায় সুবিধা হয়েছে দক্ষিণ আফ্রিকার। তারা গ্রুপ ‘ডি’ থেকে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সুপার এইট। লঙ্কানদের তারপরেও সুপার এইটে যাওয়ার সুযোগ আছে! কিন্তু সেটা নির্ভর করছে নানা কষ্ট কল্পনার ওপর। যেমন- তাদের আশায় থাকতে হবে ১৩ জুন বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচটা যেন বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তার পর ডাচদের হারাতে হবে। দক্ষিণ আফ্রিকার কাছে নেপালকেও হারতে হবে বড় ব্যবধানে! তার পর নেপাল বাংলাদেশকে কম ব্যবধানে হারাতে পারলেই সুযোগ মিলবে তাদের! নেপালেরও সুযোগ থাকবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের পাশাপাশি নেদারল্যান্ডসকে বাকি দুই ম্যাচ হারতে হবে! ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শ্রেয়তর রানরেটের কারণে দুইয়ে অবস্থান করছে। নেদারল্যান্ডসেরও দুই ম্যাচে দুই পয়েন্ট। তাদের অবস্থান তিন। নেপাল ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। শ্রীলঙ্কা ৩ ম্যাচে ১ পয়েন্ট পেয়ে সবার নিচে।

 


এই বিভাগের আরো খবর