সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পিটারসেন কোহলিকে বেঙ্গালুরু ছাড়তে বললেন

প্রতিনিধি: / ২০২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

স্পোর্টস: আইপিএলে একের পর এক আসরে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন ভিরাট কোহলি। ব্যক্তিগত পারফরম্যান্সে দ্যুতিছড়ালেও দিন শেষে হতাশাই সঙ্গী হচ্ছে তার। এখন পর্যন্ত যে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের ট্রফি জিততে পারেননি তিনি। টুর্নামেন্টের শুরু থেকে যে দলের হয়ে খেলছেন ভারতীয় ব্যাটিং গ্রেট, এবার সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়তে বললেন কেভিন পিটারসেন। উদাহরণ হিসেবে টেনে আনলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোর কথা। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকে এখন অবধি বেঙ্গালুরুর জার্সি গায়েই মাঠ মাতাচ্ছেন কোহলি। লম্বা এই পথচলায় দলটির সঙ্গে জুড়ে গেছে তার নাম। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তিনটি আইপিএল ফাইনাল খেলেছেন তিনি। কিন্তু একবারও চুমু আঁকতে পারেননি ট্রফিতে। চলতি আসরেও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। ১৫ ম্যাচে এক সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেন তিনি সর্বোচ্চ ৭৪১ রান। গড় ৬১.৭৫ ও স্ট্রাইক রেট ১৫৪.৭০। আসরে ৬০০ রানও করতে পারেননি আর কেউ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। প্রত্যাবর্তনের গল্প লিখে প্লে-অফে ওঠা বেঙ্গালুরু পেরে ওঠেনি এলিমিনেটর ম্যাচে। আহমেদাবাদে বুধবার তারা ৪ উইকেটে হেরে যায় রাজস্থান রয়্যালসের সঙ্গে। তাতে শেষ হয় তাদের ট্রফিহীন আরেকটি আসর। দলের ছিটকে পড়ার দিনই আইপিএলে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। কিন্তু দল তাকে হতাশ করল আরেকবার। সময়ের সেরা ব্যাটসম্যানদের একজনের জন্য খারাপ লাগছে পিটারসেনেরও। ইংলিশ ব্যাটিং গ্রেট স্টার স্পোর্টসে আলাপকালে কোহলিকে বেঙ্গালুরু ছাড়ার পরামর্শ দেন। “আমি এটা আগেও বলেছি এবং আবারও বলব, অন্যান্য খেলার গ্রেটরা সাফল্যের খোঁজে এক দল ছেড়ে আরেক দলে যোগ দিয়েছেন। যখন সে সবটুকু দিয়ে চেষ্টা করেছেৃ আরও একবার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে এবং আবারও নিজের সেরাটা দিয়েছে, আর ফ্র্যাঞ্চাইজি ফের ব্যর্থ হয়েছে।” “আমি বুঝতে পারছি, দলের ব্র্যান্ডের জন্য এবং তার উপস্থিতি দলের বাণিজ্যিক মূল্যে প্রভাব ফেলেৃকিন্তু ভিরাট কোহলির তো একটি শিরোপা প্রাপ্য। তার এমন একটি দলে খেলা উচিত যারা তাকে ট্রফিটি জিততে সাহায্য করতে পারে।” দিল্লির ছেলে কোহলি। কিন্তু আইপিএলে তিনি খেলেন বেঙ্গালুরুর হয়ে। পিটারসেন বললেন, এবার ঘরের দল দিল্লির জার্সি গায়ে শিরোপার জন্য লড়াই করা উচিত ডানহাতি এই ব্যাটসম্যানের। “আমার মনে হয়, এটা দিল্লি হওয়া উচিত। দিল্লিই হলো সেই জায়গা যেখানে তার যাওয়া উচিত। ভিরাট এখান থেকে চলে যেতে পারে এবং বেশিরভাগ সময় ঘরেই কাটাতে পারে, আমি জানি দিল্লিতে তার একটি বাড়ি আছে। তার ছোট পরিবার। তাদের সঙ্গে আরও সময় কাটাতে পারে। সে দিল্লির ছেলে। কেন সে ফিরে যেতে পারছে না? বেঙ্গালুরুর মতো দিল্লিও শিরোপা জিততে মরিয়া হয়ে আছে।” “আমি মনে করি, ভিরাটের দীর্ঘ সময় নিয়ে এবং গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে। ডেভিড বেকহ্যাম, রোনালদো, মেসি দল ছেড়েছে, টটেনহ্যাম হটস্পার ছেড়ে কেবলই বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছে হ্যারি কেইন।”


এই বিভাগের আরো খবর