বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

প্রতিনিধি: / ২৩৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ মে, ২০২৪

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে সারে সাত বছরের সাজা প্রাপ্ত এক আসমী আটক করেছে ইন্দুরকানী থানা পুলীশ। থানা সুত্রে জানাযায় জি আর মমমলা নং ৯৭/১৯৯৯  এই মামলায় আদালত আসামিকে
সারে সাতবছরের সাজা দেয়।গত কাল১৮/৫/২০২৪ তারিখ  সাড়ে সাত বছরের সাজা প্রাপ্ত আসামি  মো: দেলোয়ার খা (৬০) কে পিতা সোনা খা গ্রাম বারইখালি, থানা-ইন্দুরকানী জেলা-পিরোজপুর গ্রেফতার করা হয়। ইন্দুরকানি  মামলা নং জিআর ৯৭/১৯৯৯ ধারা ৩৯৫ পেনাল কোড,  সে পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল ।২০০১ সালে সাজা হওয়ার পর নিজের নাম মনির মোল্লা ও পিতার নাম জয়নাল মোল্লা নামে পরিবর্তন করে মানিকগঞ্জ হাতি কাটা চরে বসবাস শুরু করে। উক্ত চরে আসামি ২৫ বছর আত্মগোপনে ছিল। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইন্দুরকানি থানার অফিসার ইন চার্জ জনাব মোঃ কামরুজ্জামান তালুকদার এর দিকনির্দেশনায় আসামিকে ইন্দুরকানি থানার এস আই আব্দুল জলিল ও এএসআই মোঃ মনসুর আলম পরোয়ানা মূলে মানিকগঞ্জ হাতি কাটা চর থেকে গ্রেফতার করেন।


এই বিভাগের আরো খবর