মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আল ইমরান খান(২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার সন্ধা ৭ টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের আমতলা নামক স্থানে ইজিবাইক আহাদ শেখ তার বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাসনিম তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান খান পার্শবর্তী ইন্দুরকানি উপজেলারচরণী পত্তাশী গ্রামের মো. সামাদ খানের ছেলে।
জানা গেছে, আহাদ শেখ একটি ভ্যানে করে কিছু শুপারি বিক্রির জন্য মোরেলগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে ইজিবাইক চালক আহাদ শেখের সাথে তুচ্ছ ঘটনায় তর্ক হয়। এক পর্যায়ে আহাদ শেখ ইমরানের বুকে ছুরিকাঘাত করে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবক বাগেরহাট সদর হাসপাতালে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশের একধিক দল পৌছেছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।