সর্বশেষ :
বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার ফলোআপঃ কারাফটকে ৩ মিনিট: দেখে স্ত্রী-সন্তানকে  রেখে কারাগারে ফিরলেন সাদ্দাম কুতুবদিয়া-মগনামা নৌরুটে সি-ট্রাক উদ্বোধন ঝড়-মৌসুমের আগেই উপকূলীয় ফেরি সার্ভিস চালুর ঘোষণা ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫ অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে ১২ বছরের শিশুর মৃত্যু ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২ পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ পারিবারিক কলহে স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হাসিব হামিদ ৭৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন

প্রতিনিধি: / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ মে, ২০২৪

স্পোর্টস: এই মৌসুমে প্রথমবারের মতো নটিংহ্যামশায়ারের লাল বলের অধিনায়কত্ব পেয়ে ব্যাট হাতে সময়টা ভালো কাটছিল না হাসিব হামিদের। কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম চার ম্যাচে একবারও ছুঁতে পারেননি পঞ্চাশ। অবশেষে তার ব্যাট থেকে এলো বড় ইনিংস। ম্যারাথন ব্যাটিংয়ে গড়লেন ‘ক্যারিং দা ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’-এর কীর্তি। ভেঙে দিলেন ৭৪ বছর পুরোনো এক রেকর্ড। ট্রেন্ট ব্রিজে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন রোববার প্রথম ইনিংসে ৫০৩ রানে অল আউট হয়ে ১৭২ রানের লিড পায় নটিংহ্যামশায়ার। ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে ক্যারিয়ার সেরা ২৪৭ রানে অপরাজিত থেকে যান হামিদ। ১০ ঘন্টা ২১ মিনিট ক্রিজে কাটিয়ে ৪৫৯ বলে ২৫ চারে ইনিংসটি সাজান ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। কাউন্টির প্রথম শ্রেণির ক্রিকেটে ‘ক্যারিং দা ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’-এ নটিংহ্যামশায়ারের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। হামিদ ছাড়িয়ে গেছেন চার্লি হ্যারিসকে। ১৯৫০ সালে ট্রেন্ট ব্রিজেই হ্যাম্পশায়ারের বিপক্ষে ইনিংসশুরু করতেনেমেশেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৩৯ রানের ইনিংস খেলেছিলেন হ্যারিস। দ্বিতীয় দিন শেষে ১৩৭ রানে অপরাজিত ছিলেন হামিদ। তৃতীয় দিন লোয়ার অর্ডারে অন্য পাশে ফাস্ট বোলার অলি স্টোন্সের থেকে ভালো সঙ্গ পান তিনি। দুজনের অষ্টম উইকেট জুটিতে আসে ১৬৩ রান। এই দুই দলের মধ্যে ম্যাচে অষ্টম উইকেটে যা রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের আগের ৪৭ ম্যাচে ¯্রফে একবার পঞ্চাশ ছুঁতে পারা স্টোন্স এবার খেলেন ১৬২ বলে ৯০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পাশাপাশি এত বছরের রেকর্ড ভেঙে দেওয়ায় উচ্ছ¡সিত ইংল্যান্ডের হয়ে ১০টি টেস্ট খেলা হামিদ। “এখন আমাকে বলার আগ পর্যন্ত এই রেকর্ড সম্পর্কে আমি জানতাম না। এটি এমন কিছু, যখন আমি পেছনে ফিরে তাকাব, এই অর্জনের জন্য গর্বিত হব। ৭৪ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড ভাঙা আনন্দদায়ক। প্রথম শ্রেণিতে এটি আমার প্রথম ডাবল সেঞ্চুরি, তাই দারুণ ব্যাপার।” এই ইনিংসের আগে আসরে চার ম্যাচের ৮ ইনিংস মিলিয়ে হামিদের রান ছিল মাত্র ১৫৮। সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৪১। এখন ৯ ইনিংসে তার রান হয়ে গেছে ৪০৫।


এই বিভাগের আরো খবর