এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জের পুটিখালী গ্রামে গভীর
রাতে আগুনে পুড়ে ৩টি বসত ঘর পুড়ে ছাই। ক্ষতিগ্রস্থ গৃহ মালিকদের মাঝে ঢেউটিন, নগদ
অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের
অর্থায়নে স্থানীয় সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ এর সহযোগীতায় ক্ষতিগ্রস্থ
মিজানুর রহমান, শহিদুল ইসলাম ও অজিয়ার রহমান হাওলাদার ৩ গৃহ মালিককে সহয়তা প্রদান করা
হয়েছে।
আনুষ্ঠানিক এ বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার
আব্দুল্লাহ আল জাবির, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাংবাদিক
গণেশ পাল, এম. পলাশ শরীফ। ক্ষতিগ্রস্থ গৃহ মালিকদের মাঝে এ সময় জনপ্রতি ২ বান ঢেউটিন,
নগদ ৪ হাজার টাকা, ২টি কম্বল ও ১টি করে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। উল্লেখ্য গত
শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পুটিখালী ইউনিয়নের পুটিখালী গ্রামে বৈদ্যুতিক
সর্টসার্কিটের মাধ্যমে এক অগ্নিকান্ডে ৩টি বসত ঘর আগুনে পুড়ে সম্পূর্ন ভষ্মিভুত
হয়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্থ গৃহ মালিক শহিদুল ইসলামের স্ত্রী কল্পনা বেগম (২৮) এক নারীর হাত
আগুনের পুড়ে গুরুতর আহত হয়। এতে ওই ৩টি পরিবারের ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।