ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থীদের প্রতীক বরাদ্ধ
প্রতিনিধি:
/ ২৩৬
দেখেছেন:
পাবলিশ:
শুক্রবার, ৩ মে, ২০২৪
শেয়ার করুন
ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা হলেন, স্বপন দাশ (আনারশ), শেখ ওয়াহিদুজ্জামান বাবু (মটরসাইকেল) এবং ফজিলা বেগম (দোয়াত-কলম)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন শেখ ইমরুল হাসান (তালা), শেখ মোস্তাহিদ সুজা (উড়োজাহাজ), মো. কওসার আলী ফকির (টিউবওয়েল) সৈয়দ অলিদ ইমন (টিয়া পাখি), অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন দুইজন তাদের মধ্যে তহুরা খানম (কলস) এবং আয়েশা সিদ্দিকা (ফুটবল) প্রতীকে নির্বাচন করছেন।
এদিকে প্রতীক পেয়ে স্ব স্ব প্রতীকে ব্যাপক প্রচার শুরু করেছেন প্রার্থী ও সমর্থকরা। ইতিমধ্যে অনেক প্রার্থীর পোষ্টার ঝুলাতে শুরু করেছে। দ্বিতীয় ধাপে ২১ মে ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফকিরহাট উপজেলা এখন সর্বত্র উপজেলা পরিষদ নির্বাচন সরগরম হয়ে উঠেছে। নির্বাচনকে ঘিরে উপজেলা সহ গ্রামঞ্চলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রার্থীরা বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় সহ দোয়া কামনা করছেন।