আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটে নারী নেতৃত্ব বিকাশে এবং বিভিন্ন প্লাটফর্মে নারীদের কথা
বলার সুযোগ ও নারীদের অধিকার আদায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০
এপ্রিল) সকালে এ্যাক্টিভিস্টা বাগেরহাট এর আয়োজনে ও বাঁধন মানব উন্নয়ন
সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। বাঁধন
মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর
সভাপতিত্বে বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে অনুষ্টিত সভায় অন্যন্যদের মধ্যে
উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া
পারভিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী,
সমাজসেবা কর্মকর্তা আবুল মোঃ ফজলে এলাহী, ষাটগম্বুজ ইউনিয়ন স্বাস্থ্য
কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইব্রাহীম আলী আকুনজি,
কাড়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল
অফিসার আক্তার জাহান স্বপ্না, বাঁধনের এ-ফোরটি প্রেজেক্টের প্রজেক্ট কোঃ
অর্ডিনেটর সোহাগ হাওলাদার, প্রজেক্ট অফিসার সানি জোবায়ের এছাড়া
সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন
গ্রুপের অর্ধ শতাধিক নারী ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় যুব সদস্যরা
আগত অতিথিদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন কমিটিতে যুব নারীদের
সংযুক্তির মাধ্যমে তাদের অধিকার আদায়ে সুযোগ করে দেওয়ার আহবান জানান।
পরে অতিথিরা বলেন, আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন
কমিটিতে যুব নারীদের অন্তর্ভূক্তির মাধ্যমে তাদের অধিকার আদায়ে সুযোগ করে
দেব বলে প্রতিশ্রুতি দেন বক্তারা।