বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাবধান!

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

মাহফুজ রেজা
কে বলেছে ভাবীর বয়স
ত্রিশ হলো পার?
আমি বলছি,বিশ- একুশ
বয়স আপনার।
আপনি যদি আরও একটু
সাজু গুজু করেন,
মোদের দেশের নয় আপনি
এক্কেবারে ফরেন।
কি হয়েছে, মুখ টা কেন
করে রাখছেন ভার?
ভাইয়ের সাথে ঝগড়া হলো?
দিন তো ওসব ছাড়।
মুখ টা যখন ছেয়ে থাকে
ঘন অন্ধকারে,
আমার মন টা কেঁদে ফেরে
হু হু হাহাকারে।
সব সময়ে মনের মাঝে
দুঃখ করেন লালন,
শেয়ার করেন,হুকুম করেন
করবো তাহা পালন।
ভাই টি আমার হত ভাগা
চিনলো না রতন,
আমার ভাগ্যে এই জুটিলে
করতাম যে যতন।
এমনই সব রসের কথা
যেই বলিবে ভাই,
বুঝতে হবে তাহার মত
কুলাঙ্গার আর নাই।
এদের থেকে শতেক হাত
থাকতে হবে দুরে,
তা না হলে এক সময়ে
জীবন যাবে পুড়ে।
সুতরাং, সাবধান।


এই বিভাগের আরো খবর