রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কারস্টেন পাকিস্তান দলকে ঐক্যবদ্ধ করতে চান

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গ্যারি কারস্টেন। আগামী দুই বছর তার অধীনেই খেলবেন বাবর আজমরা। দায়িত্ব পেয়েই কারস্টেন জানালেন, দলের মধ্যে একতা ফিরিয়ে আনতে চান তিনি। পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অজি পেসার জেসন গিলেস্পিকে। তিন সংস্করণেই সহকারী কোচ আজহার মেহমুদ। এই তিন জনের মধ্যে অভিজ্ঞতার দিক দিয়ে বেশ এগিয়ে কারস্টেন। ২০১১ সালে তার অধীনেই ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর দক্ষিণ আফ্রিকার দায়িত্ব পালনের পর বর্তমানে ৫৬ বছরের কারস্টেন আইপিএলে গুজরাট টাইটানসের কোচের দায়িত্ব পালন করছেন। আগামী মাসে ইংল্যান্ডে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজেই বাবরদের দায়িত্ব নিতে পারেন কারস্টেন। গত বছর ওয়ানডে বিশ্বকাপ থেকেই ছন্দে নেই পাকিস্তান। অধিনায়ক রদবদলের পর সেরা ছন্দে ফিরতে পারেনি দলটি। দায়িত্ব নিয়ে প্রথমে দলের মধ্য একতা ফেরানোর আশা কারস্টেনের,’ক্রিকেটের সৌন্দর্যের একটা সুন্দর দিক হল সার্বজনীনতা। আমার লক্ষ্য হচ্ছে পাকিস্তানের সাদা বলের দলকে ঐক্যবদ্ধ করা। একটা নির্দিষ্ট লক্ষ্যে তাদের প্রতিভাকে এক এক করে কাজে লাগাতে চাইব।’ আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারায় রোমাঞ্চিত কারস্টেন,’সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলকে কোচিং করানোর দায়িত্ব পাওয়া দারুণ এক সম্মানের ব্যাপার। এরমধ্যে দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফিরছি। আমি সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে আছি।’


এই বিভাগের আরো খবর