সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিসমাহ মারুফ ক্যারিয়ারের ইতি টানলেন

প্রতিনিধি: / ১৯২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: ১৮ বছরের লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ। সবাইকে অবাক করে দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অনতিবিলম্বে ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন এই তারকা অলরাউন্ডার। উল্লেখ্য, এপ্রিলের শুরুর দিকে গাড়ি দুর্ঘটনায় আহত হন পাকিস্তানের দুই নারী ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিসমাহ মারুফ। ২০০৬ সালে অভিষেক করা বিসমাহ পাকিস্তানের হয়ে ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তুলেছেন ৬ হাজার ২৬২ রান। তাতে রয়েছে ৩৩টি হাফসেঞ্চুরি ও ৮০টি উইকেট। অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ৯৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২০ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক ছিলেন তিনি। অবসরের ঘোষণা দিয়ে বিসমাহ বলেছেন, ‘যে খেলাটিকে ভীষণ ভালোবাসি সেখান থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এই পথচলাটা ছিল অবিশ্বাস্য; যা ছিল চ্যালেঞ্জ, বিজয় ও অবিস্মরণীয় স্মৃতিতে পরিপূর্ণ।’ এ সময় পরিবার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


এই বিভাগের আরো খবর