মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্দুরকানীতে রাতের আধারে কৃষকের সবজি গাছের গোড়াকেটে দিয়েছে দুর্বৃত্তরা- থানায় অভিযোগ

প্রতিনিধি: / ৩৪১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে সামান্য বিষয় নিয়ে রাতের আধারে সবজি
গাছের গোড়া কর্তন করছে দুর্বৃত্তরা – থানায় অভিযোগ করেছে
ভুক্তভুগী কৃষক দেলোয়ার হোসেন। উপজেলার
উত্তর ভবানীপুর গ্রামের হতদরিদ্র কৃষক দেলোয়ার হোসেন পরের জমি লিজ
নিয়ে সবজি চাষ করে। ৩৩ শতাংশ জায়গায় স্থানীয় ভাষায়
রেহা(চিচিংগা) ও মালঞ্চ সহ নানা রকমের সবজি চাষ করে। প্রতিটি
গছে ফল ধরেছে। সকালে গিয়ে প্রতিবেদক দেখেন যে
গাছগুলো শুকানো শুরু হয়েছে।
স্থানীয়রা জানান গত কাল সন্ধ্যায় স্থানীয় ইউনুছ খানের বখাটে ছেলে
কিশোর গ্যাংগের সদস্য রুমান(২০) ’র সাথে সবজি চাষি দেলোয়ারের
সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয় এবং স্থানীয়রা মিলে সেটা
মিমাংসা করে দেয়। কিন্তু রাতের আধারে রুমান ক্ষিপ্ত হয়ে চাচাত ভাই
ওলিখান কে সাথে নিয়ে সকল সবজি গাছের গোড়া কেটে দেয়।
রাত সারে ১১ টার দিকে সবজি ক্ষেতে পাহারার জন্য গেলে তাকে দেখে
দৌড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। সকালে স্থানীয় চৌকিদার ফারুক ও স্থানীয়
গন্য মান্যদের ডেকে সবজির এই অবস্থা দেখান। পরে থনায় গিয়ে
অভিযোগ দায়ের করেন। এদিকে এই ঘটনা ঘটিয়ে সকালে ইউনুছ খানের
ছেলে রুমান কে সাথে নিয়ে ফেনীর উদ্যেশে রওনা করে চলে যান। এলাকার
অনেকেই বলেন রুমানের জন্য এলাকা অতিষ্ঠ। আমরা এহেন কাজের কঠোর
বিচার চাই।
এই বিষয়ে অভিযুক্ত রুমান ও তার বাবার সাথে ফোনে যোগাযোগ
করলে তারা ঘটনা অস্বিকার করেন। যখন বলা হয় তাহলে আপনারা
কেন সকালে চুপি চুপি চলে গেলেন? তখন তারা চুপ হয়ে যায়।
অভিযেগের বিষয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ কামরুজ্জামান
তালুকদার বলেন আমরা লিখিত অভিযোগ, পেয়েছি তদন্ত করে আইন
অনুযায়ী ব্যাবস্থ গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর