সর্বশেষ :
বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার ফলোআপঃ কারাফটকে ৩ মিনিট: দেখে স্ত্রী-সন্তানকে  রেখে কারাগারে ফিরলেন সাদ্দাম কুতুবদিয়া-মগনামা নৌরুটে সি-ট্রাক উদ্বোধন ঝড়-মৌসুমের আগেই উপকূলীয় ফেরি সার্ভিস চালুর ঘোষণা ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫ অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে ১২ বছরের শিশুর মৃত্যু ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২ পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ পারিবারিক কলহে স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাহীন আবারও পাকিস্তানের এক নম্বর বোলার

প্রতিনিধি: / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: আবারও পাকিস্তানের হাই রেটেড টি-টোয়েন্টি বোলার হলেন বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি। বুধবার প্রকাশিত সবশেষ আইসিসি টি-টোয়েন্টি খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে এই তথ্য জানা গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের প্রথম তিন টি-টোয়েন্টি শেষে সিরিজের শীর্ষ উইকেটশিকারী শাহীন। প্রথম ম্যাচটি বৃষ্টিতে হয়েছিল দুই বলের। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সাত উইকেটের জয়ে তিন উইকেট নেন তিনি ১৩ রান দিয়ে। তাতেই র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তার, এখন তিনি ১৭তম বোলার। এতদিন শীর্ষে থাকা হারিস রউফ এই সিরিজে না খেলায় চার ধাপ নেমে ২২ নম্বরে। ইংল্যান্ডের আদিল রশিদ যথারীতি বোলারদের তালিকায় শীর্ষে। আরেক স্পিনার ইশ সোধি পাকিস্তান সিরিজে তিন উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ১৮ নম্বরে। ভারতের সূর্যকুমার যাদব এখনও টি-টোয়েন্টি ব্যাটার র‌্যাঙ্কিংয়ে সবার উপরে। পাকিস্তান সিরিজের মাঝপথে তিন ধাপ এগিয়ে ২৪তম স্থানে নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট। তার সতীর্থ মার্ক চাপম্যান তৃতীয় ম্যাচে অপরাজিত হাফ সেঞ্চুরি ও সেরা খেলোয়াড়ের পারফরম্যান্স করেছেন। ব্যাট হাতে ৪২ বলে অপরাজিত ৮৭ রান করে ১২ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে তিনি। যুবরাজ সিং ও কিয়েরন পোলার্ডের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারা নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং আইরি নতুন উচ্চতায়। কাতারের বিপক্ষে এসিসি প্রিমিয়ার কাপে ২৯ বলে অপরাজিত ৪৪ রান করে তিনি ব্যাটারদের তালিকায় নতুন করে ১০ ধাপ এগিয়েছেন। তাতে ক্যারিয়ার সেরা ৫০তম স্থানে আইরি। পরশ খারকা, কৌশল ভুর্টেল ও রোহিত পাউডেলের পর চতুর্থ নেপালি ব্যাটার হিসেবে শীর্ষ পঞ্চাশে তিনি।


এই বিভাগের আরো খবর