সর্বশেষ :
ফকিরহাটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে সাবেক জাতীয় পার্টি নেতার বিএনপিতে যোগদান বাগেরহাটে ৯ মাসের সন্তানকে হত্যার পর ছাত্রলীগ সভাপতির স্ত্রীর আত্মহনন।। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ ব্যাটে-বলে দেশিদের রাজত্ব, বিপিএলের দ্বাদশ আসরে উজ্জ্বল স্থানীয় ক্রিকেটাররা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলো আইসিসি রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ মির্জগঞ্জে সমবায় মাধ্যমিক বিদ্যালয় ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়ার উদ্বোধন  পিরোজপুর-১ আসনে ধানরে শীষরে র্প্রাথীর সঙ্গে বীর মুক্তেিযাদ্ধাদরে মতবনিমিয় সভা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভুল থেকে বাবরের শিক্ষা

প্রতিনিধি: / ২৬১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে এসে নিউজিল্যান্ডের কাছে হার দেখেছে পাকিস্তান। চাপম্যানের ৮৭ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ উইকেটে পরাজিত হয়েছে তারা! হারের পর নিজেদের ভুল থেকে শিক্ষা নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শুরুতে টস হারলেও ব্যাটিংটা খারাপ ছিল না স্বাগতিকদের। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন। দুর্ভাগ্য ২১ বলে ২২ রানে রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। হ্যামস্ট্রিংয়ের সমস্যা থাকায় পরে আর মাঠে নামেননি তিনি। টপ অর্ডারে বাবর ৩৭ রানে অবদান রেখেছেন। তার পর শেষ দিকে শাদাব খানের ৪১ ও ইরফান খানের ৩০* রানের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ পায় তারা। যদিও এই ভেন্যুতে এমন স্কোর মোটেও খুব বেশি নয়। গড় স্কোর তার চেয়েও বেশি হয়ে থাকে। ম্যাচের পর রিজওয়ানের চোট নিয়ে আক্ষেপ ঝরেছে বাবরের, ‘আমার কাছে ব্যাটিংটা মোটেও খারাপ মনে হয়নি। শেষ দিকে ক্ষতি পুষিয়ে নিয়েছি। তবে আমার মনে হয় ১০ রান কম হয়েছে। রিজওয়ান চোট নিয়ে মাঠ ছেড়েছে। তখন নতুন ব্যাটারকে দ্রæত খাপ খাইয়ে নিতে হতো। কিন্তু সেটা মোটেও সহজ কাজ নয়।’ বাবরের মতে শাদাব আর ইরফানের জুটি ক্ষতি পুষিয়ে দিয়েছে তাদের, ‘শাদাব আর ইরফানের জুটি আমাদের ভালো মতোই রিকোভার করতে সাহায্য করেছে। এই মাঠে গড় স্কোর কিন্তু ১৮০-১৯০। তাই ব্যাটিংটা খারাপ হয়নি।’ আব্বাস আফ্রিদি (২৭ রানে দুটি) ও নাসিম শাহ (৪৪ রানে একটি) শুরুর দিকে একটি করে উইকেট নিলেও বল হাতে পরে সেভাবে কিছু করতে দেখাতে পারেনি তারা। তার পর ছিল ক্যাচ ছাড়ার মহড়া! পাকিস্তানকে যার খেসারত দিতে হয়েছে। বাবরও আক্ষেপ করে বলেছেন, ‘শুরুর দিকে আমরা খারাপ করিনি। কিন্তু ক্যাচ ছাড়লে সেটা পার্থক্য গড়ে দেয়। বিশেষ করে মার্ক চ্যাপম্যান; যে নাকি সব সময় আমাদের বিপক্ষে ভালো খেলে। তার মতো সেট ব্যাটারের ক্যাচ ছাড়লে সে তো মুহূর্তেই ম্যাচ কেড়ে নিয়ে যাবে।’ এখন পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে নিজেদের ভুল থেকে শিক্ষা নিচ্ছেন তিনি, ‘সব মিলে আমরা পরিকল্পনা মতো বোলিং করিনি, এটা স্বীকার করতেই হবে। এখন এই বিষয়টা নিশ্চিত করতে হবে যেন পরের ম্যাচে একই ভুল না হয়।’

 


এই বিভাগের আরো খবর