বাগেরহাটে সাবেক জাতীয় পার্টি নেতার বিএনপিতে যোগদান
প্রতিনিধি:
/ ৪
দেখেছেন:
পাবলিশ:
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে শতাধিক নেতাকর্মী নিয়ে মোংলা উপজেলার সাবেক জাতীয় পার্টির সভাপতি তালুকদার আক্তার ফারুক বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের হাতে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন।
এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস কে সুমন, নব্বইয়ের ছাত্র আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদুর রহমান, বাগেরহাট সদর বিএনপির সদস্য শারাফাত হোসেন বাবলু, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুল মোল্লাসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপিতে যোগদান শেষে তালুকদার আক্তার ফারুক সাংবাদিকদের বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সঙ্গে থেকে কাজ করতে চাই।”
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন,
“বিএনপি একটি আদর্শিক ও গণতান্ত্রিক দল। যারা আমাদের দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে দলে আসতে চান, তাদের আমরা স্বাগত জানাই। নতুন নেতাকর্মীদের অংশগ্রহণে দল আরও শক্তিশালী হবে।”