সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচন : ৯জন প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রতিনিধি: / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনটি পদে মোট ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
ফকিরহাট উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে যারা মনোনয়নপত্র দাখিল করেছে তারা হলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। তিনি গত ২১ এপ্রিল বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার অরবিন্দ বিশ্বাসের নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আরো দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান এবং ফজিলা বেগম।
অপরদিকে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. কওসার আলী ফকির, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান এবং সৈয়দ অলিদ ইমন। এছাড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম এবং আয়েশা সিদ্দিকা।
ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। গত ২১ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো। বাছাই পর্ব আগামী ২৩ এপ্রিল। প্রত্যাহার ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্ধ ২ মে।
এদিকে ২য় দফা নির্বাচনের তফসিল ঘোষনার সাথে সাথে ফকিরহাট উপজেলা সর্বত্র উপজেলা পরিষদ নির্বাচন সরগরম হয়ে উঠে। নির্বাচনকে ঘিরে উপজেলা সহ গ্রামঞ্চলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রার্থীরা বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় সহ দোয়া কামনা করছেন। প্রার্থীরা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বলেও জানা গেছে।


এই বিভাগের আরো খবর