শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সহিংসতায় ভারতের মণিপুরে ১১ কেন্দ্রে ভোট বাতিল

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

বিদেশ : ভারতের লোকসভা নির্বাচনে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের ১১ ভোটকেন্দ্রে সহিংসতা ও ভোটিং মেশিন ভাঙচুরের কারণে ভোট বাতিল করা হয়েছে। আজ সোমবার আবারও এই কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হবে। খবর রয়টার্সের। মনিপুরের প্রধান নির্বাচন কর্মকর্তা শনিবার দিনের শেষে এক বিবৃতিতে জানান, নির্বাচন কতৃপক্ষ ১১ ভোটকেন্দ্রের ভোট বাতিল করেছেন এবং নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি আবারও নির্বাচনে জিতে টানা তিনবারের মতো ভারতের শাসনভার গ্রহণ করবেন-এমনটাই পূর্বাভাষ দিয়েছেন বিশ্লেষকরা। প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টি অনিয়মের অভিযোগ তুলে মনিপুরের ৪৭টি কেন্দ্রে ভোট বাতিল ও আবারও ভোট গ্রæহণের দাবি করেছে। কংগ্রেস অভিযোগ করেছে, এসব কেন্দ্রে ভোটিং বুথ দখল করে কারচুপি করা হয়েছে। সহিংসতার ঝুঁকি থাকলেও মনিপুরের অসংখ্য মানুষ শুক্রবার ভোট দিতে ভোটকেন্দ্রে উপস্থিত হন। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতের সাধারণ নির্বাচন। ১ জুন পর্যন্ত এই নির্বাচন চলবে। গত এক বছরেরও বেশি সময় ধরে মনিপুরে জাতিগত সংঘর্ষে অন্তত ২২০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।


এই বিভাগের আরো খবর