সর্বশেষ :
ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন অপরিহার্য: ড. হামিদুর রহমান আযাদ ফকিরহাটে পান বরাজে অগ্নিকান্ড  ৩০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের প্রস্তুতি ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিন নিহত ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: চলছে উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রে দৈত্যাকার তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১ লাখ ৬০ হাজার বাড়ির রুশ বিমান হামলায় ইউক্রেনের প্রায় ১২ লাখ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন প্রবল ঝড়ে ইন্টারনেট বিচ্ছিণ্ন ও পানি সংকটে গ্রিনল্যান্ড জ্বালানি তেল প্রায় ১৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য ভেনেজুয়েলার সিদ্ধান্ত ছাড়াই শেষ রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চালকবিহীন মেট্রো কলকাতায়

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

বিদেশ : ভারতের কলকাতার মেট্রো পরিষেবায় চালু হলো অটোমেটিক ট্রেন অপারেশন বা চালকবিহীন মেট্রো পরিষেবা। সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে চালকবিহীন মেট্টো। এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে যাত্রার মধ্য দিয়ে এই পরিষেবার উদ্বোধন করা হয়। বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে ২০ মিনিটের ব্যবধানেই পরিষেবা পাওয়া যাবে। এই পরিষেবা চালু হওয়ার ফলে অটোমেটিক ট্রেন অপারেশনে সময়ের ব্যবধান দুই থেকে তিন মিনিটের মতো কমবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিষেবা কলকাতায় একেবারেই নতুন। তাই শুরুর দিকে মেট্রোতে চালকদের উপস্থিতি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে মেট্রোতে চালক থাকলেও এটি পরিচালনায় তাদের প্রায় কোনো ভ‚মিকাই থাকছে না। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি বলেছেন, স্বয়ংক্রিয়ভাবে মেট্রো রেক চালানো গেলেও যাত্রীদের নিরাপত্তার কথা মাথা রেখে প্রথমদিকে কেবিনে চালক উপস্থিত থাকবেন। তিনি বলছিলেন, কলকাতার যাত্রীদের কাছে এটি একেবারেই নতুন বিষয়। তাই চালকবিহীন মেট্রো রেক নিয়ে যাত্রীদের মনে অনেকটা উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হওয়া স্বাভাবিক বিষয়। এজন্য শুরুর দিকে কেবিনে চালকদের উপস্থিতি নিশ্চিত করা হবে। চালকবিহীন এই মেট্রোর বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা রাখা হয়েছে। এতে করে কন্ট্রোল রুম থেকেই মেট্রোর যাবতীয় গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে। ফলে যাত্রী বোঝাই মেট্রোটি চালকবিহীনভাবেই যাতায়াত করতে পারবে।
গত কয়েক মাস ধরেই এই রুটে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে রেক চালানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। এতে সফলতা পাওয়ার পরই এই পরিষেবা উদ্বোধন করা হয়েছে।

 


এই বিভাগের আরো খবর