বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক অভিযানে দুই কেজি গাঁজা সহ মোসা: তানিয়া বেগম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
তানিয়া বেগম রূপসার বাগমারা গ্রামের মৃত হেমায়েত এর মেয়ে।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ রায়, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই ইদ্রিস আলী সহ পুলিশের একটি দল আট্টাকা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি তানিয়া বেগমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ্আলম বলেন, মাদকসহ রগ্রপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর