বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৫শত রোগিকে চিকিৎসা সেবা

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৫শতাধিক রোগীকে বিনামূল্যে
চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনব্যাপী বাগেরহাট
সদর উপজেলার দরিতাল্লুক কোডেক সেন্টারে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই
সেবা প্রদান করেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পেয়ে খুশি
রোগীরা।
বাগেরহাটের হার্ড ফাউন্ডেশনের প্রধান উদ্বোক্তা ও সংগঠনের আহবায়ক
ইউএসএ‘র লাস ভেগাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের কার্ডিয়াক
ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরিজের পরিচালক প্রফেসর চৌধুরী হাফিজুল আহসান
এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।
তিনি বলেন, এ ধরনের উদ্দোগ সত্যিই প্রশংসনীয়। এতে সমাজের সকল শ্রেনীর
মানুষ উপকৃত হয়েছে। যে কোন প্রয়োজনে এ ধরনের সেবামূলক কার্যে
আগ্রহীদের জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগীতা অব্যাহত থাকবে।
এ সময় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব)
ডা. ইউনুসর রহমান, প্রফেসর (কার্ডিওলজি) মির নেসার উদ্দিন আহমেদ,
কার্ডিওখোরাসিক সার্জন ডা. এম.এ গফুর, ঢাকা ইউনাইটেড হসপিটালের
সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক রফিকুস সালেহীন, গ্রীন লাইফ মেডিকেল
কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শেখ আঃ ফাত্তাহ, বঙ্গবন্ধু
মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের কার্ডিলজি বিভাগের অধ্যাপক দিপল অধিকারী,
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এর পেডিয়াট্রিক
নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. সুদিপ্ত কুমার মুখার্জী, ডা. সেলিনা
পারভীন, ডা. মাহবুবুর রহমান রোগীদের সেবা দিয়েছেন। এ ছাড়া বাগেরহাট
হার্ড ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক ডা. মোশাররফ হোসেন, সদস্য সচিব
এ্যাড শাহ্ধসঢ়; আলম টুকু, উদ্যোক্তা মোঃ মাসুদ খান, এসএম নুরুল ইসলাম
লিটনসহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
বাগেরহাটের ঘষিয়াখালী থেকে চিকিৎসা নিতে জাহিদ খলিফা বলেন, দীর্ঘদিন
ধরে হার্টের সমস্যায় ভুগছি। এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে শুনে
আসলাম। বিগ্রেডিয়ার জেনারেল (অব) ডা. ইউনুসর রহমানকে দেখালাম। খুব
উপকার হয়েছে। এভাবে মাঝে মাঝে করলে স্থানীয় মানুষ উপকৃত হবে।
মোঃ টুটুল নামের আরেক রোগী বলেন, এত বড় বড় চিকিৎসকদের সেবা নিতে হলে
ঢাকায় যেতে হয়। বাগেরহাটে বসেই সেবা পেলাম, তাও বিনামূল্যে। খুব ভাল
লেগেছে।


এই বিভাগের আরো খবর