মোরেলগঞ্জ অফিস ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়নে ৪০ বিঘার একটি মৎস্য ঘের বিরোধে হামলায় আহত ৩। আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে আব্দুল্লাহ হাওলাদার বাদি হয়ে উত্তর সুতালড়ী গ্রামের আলম হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার সহ-১১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
গুরুত্বর জখমীরা হলেন, মো. জুনাইদ হাওলাদার (২৪), মো. মমতাজুর রহমান (৪০), আসাদুল্লাহ জুবায়ের (১৪) ও আব্দুল্লাহ হাওলাদার (২৭)।
অভিযোগ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে আব্দুল্লাহ হাওলাদার ও মহিদুল ইসলাম লিজ গ্রহনকৃত মৎস্য ঘেরের মধ্যে মাছ ফেলাতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে আসিফ হাওলাদার, রাকিব হোসেন সহ ১১ জনের একটি সংঘবদ্ধদল মো. জুনাইদ হাওলাদারের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে অর্তকীত হামলা চালায়। তাদেরকে বাঁধা প্রদান করলে মো. মমতাজুর রহমান (৪০), আসাদুল্লাহ জুবায়ের (১৪) গুরুত্বর জখম হয়।
মামলার বাদি আব্দুল্লাহ হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম ছাবুল ও রাকিবের নেতৃত্বে ঘের দখলের পায়তারা করছে। আমরা হাড়ির টাকা পরিশোধ করে ঘের করে আসছি। মাছ ফেলাতে গেলে আমাদের ওপর সন্ত্রাসী হামলার স্বিকার হয়েছি। এ ঘটনায় প্রশাসনের সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করছি।
এ বিষয়ে আসিফ হাওলাদারের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে থানা ওসি মো. মাহমুদুর রহমান বলেন, হামলার ঘটনায় এখনও পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।