শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সোমালিয়ায় আবারও খাদ্য সহায়তা শুরু করল যুক্তরাষ্ট্র

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বিদেশ : সোমালিয়ায় স্থগিত থাকা খাদ্য সহায়তা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মোগাদিশু বন্দরে যুক্তরাষ্ট্র-তহবিলপুষ্ট বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গুদাম ধ্বংসের কয়েক সপ্তাহ পর, গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানানো হলো। নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জানুয়ারির শুরুতে সোমালিয়া সরকারের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ তুলে সহায়তা বন্ধ করে দিয়েছিল ওয়াশিংটন। ওই সময়ে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ ছিল, দেশটির সরকারি কর্মকর্তারা দুস্থদের জন্য পাঠানো ৭৬ মেট্রিক টন খাদ্য সহায়তা ‘অবৈধভাবে জব্দ’ করেছে। যুক্তরাষ্ট্র তখন হুঁশিয়ারি দিয়েছিল যে, জবাবদিহিতা নিশ্চিত না করা পর্যন্ত আর কোনো সহায়তা দেওয়া হবে না। তবে সোমালিয়া সরকার সেই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, বন্দরের ‘সমপ্রসারণ কাজের’ অংশ হিসেবে গুদামটি ভেঙে ফেলা হয়েছে। অবশেষে বুধবার সোমালিয়া সরকার এক বিবৃতিতে জানায়, বন্দর সমপ্রসারণের কারণে ক্ষতিগ্রস্ত ডব্লিউএফপি’র সব পণ্য ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমালিয়া সরকার এই ঘটনার ‘পূর্ণ দায়’ স্বীকার করেছে এবং মোগাদিশু বন্দর এলাকাতেই বিশ্ব খাদ্য কর্মসূচিকে আরও বড় ও উন্নত একটি গুদাম বরাদ্দ দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ্-এ দেওয়া এক পোস্টে জানায়, ‘আমরা আবারও ডব্লিউএফপি’র মাধ্যমে খাদ্য বিতরণ শুরু করছি। তবে সোমালিয়ার জন্য আমাদের সামগ্রিক সহায়তা নীতি পর্যালোচনা অব্যাহত থাকবে।’ পোস্টে আরও বলা হয়, ‘মার্কিন সম্পদের অপচয়, চুরি বা নয়-ছয়ের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি বজায় রাখবে।’ গত এক বছরে ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে মার্কিন সহায়তার পরিমাণ অনেকটা কমিয়ে দিয়েছেন। বিশেষ করে, সামপ্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে বসবাসরত সোমালি নাগরিকরা অভিবাসন অভিযানের লক্ষ্যবস্তু হয়েছেন। এছাড়া, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বসবাসরত প্রায় ৮০ হাজার সোমালি নাগরিকের বিরুদ্ধে সরকারি ভাতার টাকা জালিয়াতির বড় ধরনের অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন।


এই বিভাগের আরো খবর