শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জলবায়ু পরিবর্তনের প্রভাব শীতকালীন অলিম্পিকে

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বিদেশ : উষ্ণ আবহাওয়া ও তুষারের অভাবে একের পর এক প্রতিযোগিতা বাতিল হচ্ছে, আশঙ্কায় শীতকালীন অলিম্পিক। কাদা-পানির মতো গলতে থাকা বরফে স্কি করতে হচ্ছে খেলোয়াড়দের। ঝুঁকিপূর্ণ কৌশল নিখুঁত করতে যাদের নিয়মিত অনুশীলন দরকার, সেসব ফ্রিস্টাইল খেলোয়াড়দের প্রশিক্ষণ সময় পিছিয়ে দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন শীতকালীন ক্রীড়াজগতকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যে, বিশ্ব স্কিইং ও স্নোবোর্ডিং সংস্থার সভাপতি একে সরাসরি এই খেলাগুলোর জন্য ‘অস্তিত্বগত হুমকি’ বলে আখ্যা দিয়েছেন। মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই শতাব্দীর প্রথম দুই দশকেই যুক্তরাষ্ট্রের স্কি শিল্পের ক্ষতি হয়েছে ৫ বিলিয়ন ডলারেরও বেশি। কানাডিয়ান এরিয়াল স্কিয়ার মারিয়ন থেনো বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবটি না বুঝলে তাকে অন্ধ হতে হবে।’ এখন পরিস্থিতি এমন যে, শীতকালীন অলিম্পিক গেমস নিজেই জলবায়ু পরিবর্তনের দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির উদ্যোগে করা ২০২৪ সালের একটি গবেষণা বলছে, উচ্চমাত্রার নির্গমন চলতে থাকলে ২০৫০-এর দশকের মধ্যে বিশ্বের ৯৩টি সম্ভাব্য শীতকালীন অলিম্পিক আয়োজক দেশের ৫৬ শতাংশই আর জলবায়ু-নির্ভরযোগ্য থাকবে না। ২০৮০-এর দশকে গিয়ে সেই সংখ্যা দাঁড়াবে ৭১ শতাংশে। গবেষণার সহলেখক এবং ইউনিভার্সিটি অব ওয়াটারলুর ভূগোল ও পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড্যানিয়েল স্কট বলেন, ‘শীতকালীন অলিম্পিক আয়োজনের জন্য আমাদের কোন স্থান নির্বাচন করতে হবে তা জলবায়ু পরিবর্তনই বলে দেবে।’ ২০২৬ সালের অলিম্পিকে উষ্ণ আবহাওয়া বড় ধরনের প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে উত্তর ইতালির আবহাওয়া বেশ ঠান্ডাই থাকে। গবেষণা বলছে, কর্টিনা দ’আম্পেজোতে যেখানে নারীদের আলপাইন স্কিইং অনুষ্ঠিত হবে সেখানে ফেব্রুয়ারিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন প্রায় ১২ ডিগ্রি ফারেনহাইট থাকবে। ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ওই গবেষণার সহলেখক রবার্ট স্টাইগার বলেন, ‘অন্যান্য স্থানের তুলনায় ঝুঁকি এখানে তুলনামূলকভাবে কম।’ তবে আশার কথা হলো আগামী ৫০ বছর পর ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ায় অন্তত ২৭টি জায়গা থাকবে, যেখানে শীতকালীন অলিম্পিক আয়োজন সম্ভব হতে পারে। অর্থাৎ, এই শতাব্দীতে শীতকালীন অলিম্পিক টিকে থাকবে এটা প্রায় নিশ্চিত। সূত্র: টাইমস ম্যাগাজিন


এই বিভাগের আরো খবর