শুক্রবার সকালে ঝিলবুনিয়া, কামলা, কচুবুনিয়া, হোগলাপাশার বৌলপুর, শৌলখালী বাজার, পুটিখালী, জিউধরা ইউনিয়নে বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় লিফলেট বিতরণ ও পৃথক পৃথক গণসংযোগ করেছেন। এ সময় তিনি ঝিলবুনিয়া পীর সাহেব, প্রয়াত সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডা মোজাম্মেল হোসেন, সাবেক এমপি সুধাংশু শেখর হালদার, কেন্দ্রীয় ছাত্রদলীগ নেতা শরণখোলার মনিরুজ্জামান বাদলের কবর জিয়ারত করেন প্রার্থী সাজন কুমার মিস্ত্রী।
নির্বাচনী গণসংযোগকালে তার সাথে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শিমুল ফকির, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী হাওলার, পৌর জাতীয় পার্টি নেতা বিশ^জিৎ পোদ্দার, যুবসংহতির উপজেলা সভাপতি মো. মাসুদ রেজা, সাধারণ সম্পাদক আল আমিন ফরাজী পলাশ, পৌর সাধারণ সম্পাদক আল আমিন শিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
গণসংযোগকালে প্রার্থী সাজন কুমার মিস্ত্রী বলেন, ক্ষমতার জন্য রাজনীতি নয়, এলাকার উন্নয়ন ও জনগণের মূল্যায়নের জন্যই রাজনীতি। ন্যায় নীতি সন্ত্রাস মুক্ত, শিল্পনগরী, সুন্দরবন কেন্দ্রীয় আধুনিক পর্যাটন কেন্দ্র, পানগুছি নদীতে সুন্দরবন ব্রীজ, টেকশই ভেরিবাঁধসহ মোরেলগঞ্জ-শরণখোলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। ৯ বছরের সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এদেশে খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য পথকলি ট্রাষ্ট গুচ্ছগ্রাম, গ্রামীণ রাস্তাঘাট সহ তার শাসন আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামি ১২ ফেব্রæয়ারি ঐক্যবদ্ধভাবে নাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করার আহবান জানান।