শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বিদেশ : থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে সামরিক বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। দেশটির বিমানবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, প্রশিক্ষণের সময় একটি ‘এটি-৬টিএইচ’ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়, দুই আসনের বিমানটি যুদ্ধের সময়কার অনুসন্ধান ও উদ্ধার অভিযানের প্রশিক্ষণ দেওয়ার সময় চিয়াং মাই প্রদেশের একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাটি জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে হওয়ায় বেসামরিক কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্তকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত বছরের এপ্রিল মাসে ব্যাংককের দক্ষিণে একটি পর্যটন শহরে প্যারাশুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সাগরে বিধ্বস্ত হয়ে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।


এই বিভাগের আরো খবর