সর্বশেষ :
পাইকগাছায় ফুলে ফুলে ভরে গেছে সজিনা গাছ ফকিরহাট বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থী খান মশিউর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫ ছবি তুলতে গিয়ে চিতাবাঘের আক্রমণে পর্যটক আহত সিরিয়ায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৫ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের ১৪ অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী মারা গেছেন পশ্চিমা জোটে টানাপোড়েনের মধ্যে চীন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী মারা গেছেন

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বিদেশ : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়ে দেশটির শীর্ষস্থানীয় একজন রাজনীতিকসহ পাঁচ জন মারা গেছেন বলে গতকাল বুধবার কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমানটি গতকাল বুধবার সকাল প্রায় ৮টা ৩০ মিনিটে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় খোলা মাঠে বিধ্বস্ত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার মহারাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। এই রাজ্যেই ভারতের আর্থিক রাজধানী মুম্বাই অবস্থিত। তিনি ভিএসআর এভিয়েশন পরিচালিত বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ উড়োজাহাজে ভ্রমণ করছিলেন। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা, এক সহকারী ও দুই জন ক্রু সদস্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ্-এ দেওয়া এক পোস্টে অজিত পাওয়ারকে ‘জনগণের নেতা’ হিসেবে অভিহিত করেন। মোদি বলেন, পাওয়ারের ‘অকাল প্রয়াণ’ ছিল ‘মর্মান্তিক ও বিস্ময়কর’। তিনি আরও বলেন, ‘শ্রী অজিত পাওয়ারজি ছিলেন জনগণের নেতা, তৃণমূল পর্যায়ে যার ছিল দৃঢ় সংযোগ।’ ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি ছিলেন ‘ব্যাপকভাবে সম্মানিত’ ও ‘পরিশ্রমী’ রাজনৈতিক ব্যক্তিত্ব। মোদি বলেন, প্রশাসনিক বিষয়াবলিতে তার গভীর বোঝাপড়া এবং দরিদ্র ও অবহেলিতদের ক্ষমতায়নে তার আগ্রহ ছিল উল্লেখযোগ্য। ডিজিসিএ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। অজিত পাওয়ার ছিলেন ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও জাতীয় কংগ্রেস পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাইপো (ভাইয়ের ছেলে)।


এই বিভাগের আরো খবর