সর্বশেষ :
পাইকগাছায় ফুলে ফুলে ভরে গেছে সজিনা গাছ ফকিরহাট বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থী খান মশিউর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫ ছবি তুলতে গিয়ে চিতাবাঘের আক্রমণে পর্যটক আহত সিরিয়ায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৫ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের ১৪ অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী মারা গেছেন পশ্চিমা জোটে টানাপোড়েনের মধ্যে চীন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যহাতির সংখ্যা নিয়ন্ত্রণে গর্ভনিরোধক টিকা ব্যবহার

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বিদেশ : থাইল্যান্ড প্রথমবারের মতো বন্যহাতির সংখ্যা নিয়ন্ত্রণে গর্ভনিরোধক টিকা ব্যবহার শুরু করেছে। গতকাল বুধবার দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দপ্তরের পরিচালক সুখি বুনসাং বলেন, গত সোমবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে তিনটি মাদি হাতিকে এই টিকা দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হলো বন্যহাতির সংখ্যা নিয়ন্ত্রণে রাখা। তিনি জানান, দেশের পূর্বাঞ্চলের পাঁচটি প্রদেশে হাতির জন্মহার বছরে প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পাচ্ছে, যেখানে অন্য অঞ্চলে মাত্র ৩ শতাংশ। এই হার নিয়ন্ত্রণে না থাকলে মানুষ ও হাতির মধ্যে সংঘাত বাড়তে পারে। পশুচিকিৎসকরা এই সপ্তাহে কোনো চেতনানাশক ছাড়াই ‘ডার্ট গান’-এর মাধ্যমে দূর থেকে টিকা প্রয়োগ করেছেন। থাইল্যান্ডে ২০১৫ সালে বন্য হাতির সংখ্যা ছিল ৩৩৪টি, যা এখন প্রায় ৮০০। এ ছাড়া বন্দি বা পোষা অবস্থায় আরো কয়েক হাজার হাতি রয়েছে। ২০১২ সাল থেকে মানুষ ও হাতির দ্বন্দ্বে দেশটিতে প্রায় ২০০ মানুষ ও শতাধিক হাতি মারা গেছে। টিকা নেওয়া তিনটি হাতি বর্তমানে সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে। প্রতি ছয় মাস অন্তর তাদের রক্ত পরীক্ষা করা হবে। দুই বছর আগে চিয়াং মাই প্রদেশে বন্দি সাতটি হাতির ওপর এই টিকার সফল পরীক্ষা করা হয়েছিল। আগামী মে মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন অঞ্চলের আরো ১৫টি হাতিকে এই জন্মনিয়ন্ত্রণ টিকার আওতায় আনা হবে। সূত্র : স্ট্রেইট টাইমস।

 


এই বিভাগের আরো খবর