সর্বশেষ :
পাইকগাছায় ফুলে ফুলে ভরে গেছে সজিনা গাছ ফকিরহাট বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থী খান মশিউর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫ ছবি তুলতে গিয়ে চিতাবাঘের আক্রমণে পর্যটক আহত সিরিয়ায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৫ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের ১৪ অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী মারা গেছেন পশ্চিমা জোটে টানাপোড়েনের মধ্যে চীন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জয় দিয়ে সিরিজ শুরু করল প্রোটিয়ারা

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি সংস্করণে রীতিমতো উড়ছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম। অবশ্য এতদিন ফর্ম দেখিয়েছেন স্বদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচেও সেটি টেনে আনলেন। যাতে ভর করে ১৭৪ রানের লক্ষ্য হেসেখেলে পার করেছে প্রোটিয়ারা। ক্যারিবীয়দের বিপক্ষে তারা উইকেটের (৯ উইকেট এবং ১৩ বলে হাতে রেখে) হিসাবে সবচেয়ে বড় জয় দিয়ে সিরিজ শুরু করল। পার্ল বোল্যান্ড পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। যথারীতি ভালো শুরুর পরও ব্যক্তিগত ফিফটি পায়নি সফরকারী দলের কেউই। সর্বোচ্চ ৪৮ রান এসেছে শিমরন হেটমায়ারের ব্যাটে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় নেমে প্রোটিয়াদের ক্রিজে নামা তিন ব্যাটারই খেলা শেষ করেছেন। ১৭.৫ ওভারেই গন্তব্যে পৌঁছে যান তারা। সফরকারীরা ঝোড়ো ব্যাটিংয়ে ইনিংসের সূচনা করে। ৩.৪ ওভারে ৩৯ রান তোলার পর ওপেনার জনসন চার্লস (৯ বলে ১৩) আউট হয়ে যান। ১৬ বলে ২৭ রান করে বিদায় নেন ব্রেন্ডন কিং-ও। অল্প সময়ের ব্যবধানে ফেরেন শেরফান রাদারফোর্ড (৬) ও ম্যাথু ফোর্ডও (১৬)। তাদের ষষ্ঠ উইকেট জুটিটাই সর্বোচ্চ রানের, ৪৯ বলে ৭৪ রান তোলেন রভম্যান পাওয়েল ও হেটমায়ার মিলে। হেটমায়ার ৪ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন। ২৫ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন সাবেক অধিনায়ক পাওয়েল। যদিও এই ইনিংস তারসঙ্গে ঠিক মানানসই নয়। প্রোটিয়াদের পক্ষে সবচেয়ে ইকোনমিক্যাল ছিলেন জর্জ লিন্ডে, ২৫ রানে তিনি সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। দুটি করে শিকার ধরেন কেশভ মহারাজ ও করবিন বশ। উইন্ডিজদের পাওয়ার প্লে’র (৬ ওভারে ৬১) মতো ছিল না শেষটা। শুরুর দৃশ্যে ব্যবধান গড়ে দেয় প্রোটিয়াদের উইকেট না হারানোটা। পাওয়ার প্লেতে ৬৮ রান তুললেও স্বাগতিকরা কোনো উইকেট হারায়নি। লুয়ান দ্রে প্রিটোরিয়াস ও এইডেন মার্করামের উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। প্রিটোরিয়াস ২৮ বলে ৬ চার ও এক ছক্কায় ৪৪ রান করেছেন। দলের জয় নিশ্চিত করে অপরাজিত ছিলেন মার্করাম ও রায়ান রিকেলটন। প্রোটিয়া অধিনায়ক ৪৭ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮৬ এবং রিকেলটন ৩২ বলে ১ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন। একমাত্র উইকেটটি নিয়েছেন ক্যারিবীয় স্পিনার রোস্টন চেজ। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বৃহস্পতিবার।


এই বিভাগের আরো খবর