সর্বশেষ :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে দিনব্যাপী স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে দিনব্যাপী স্বাস্থ্য বিষয়ক এক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও রূপান্তরের সহযোগিতায় বাগেরহাট স্বাস্থ্য অধিকার
যুব ফোরাম এ কর্মসূচির আয়োজনে করে।
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অলিম্পিয়াডে জেলার
০২টি কলেজ, ০৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ০১টি মাদ্রাসাসহ মোট ০৮টি শিক্ষা
প্রতিষ্ঠান থেকে ১৬০জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা
হয়। অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বাস্থ্য সম্পর্কিত ৩০
মিনিটের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা
প্রথম থেকে অষ্টম স্থান অর্জনকারীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র
প্রদান করেন।
অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জনকারী- আল জাবিদ পলক, বাগেরহাট সরকারি উচ্চ
বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জনকারী-সৃজনী হালদার সিথি, বাগেরহাট সরকারি
বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান অর্জনকারী- আজরিন কারীন, বাগেরহাট
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ আরো ০৫ জন শিক্ষার্থীকে পুরস্কার ও
সনদপত্র প্রদান করা হয়।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহিদা আকতার সভাপতিত্বে,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজেশ কুমার অধিকারী, প্রোগ্রাম ম্যানেজার,
বাংলাদেশ হেলথ ওয়াচ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আ.স.মো: মাহাবুবুল
আলম,  বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবাধক ডাঃ অসীম সমাদ্দার,
ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন BHW প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শিল্পী
আক্তার। আলোচনা অংশগ্রহণ করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামেরসহ সভাপতি
মোসা: ফারহানা আক্তার, মো: ইয়ামিন আলী,জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের
সমন্বয়ক মো: নাইমুর রহমান।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাগেরহাট জেলার ০৮টি স্কুলের
ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিক, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা যুব
ফোরাম সদস্যবৃন্দ।
আলোচনায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বাস্থ্য
সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের আলোকে অতিথিবৃন্দ তাদের প্রশ্নের উত্তরসহ
বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।


এই বিভাগের আরো খবর