আমরা চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই বাগেরহাটে — জামায়াতের আমির
প্রতিনিধি:
/ ৩
দেখেছেন:
পাবলিশ:
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভায় বলেছেন আমরা চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই, ভোট ও ভাতের অধিকার রক্ষায় কাজ করতে আমরা বদ্ধপরিকর। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট খানজাহান আলীর ষাটগম্বুজ ইউনিয়ন মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এসময় অন্যান্যেদের
সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মো. ইউনুস, বাগেরহাট-জেলার ৪টি আসনে জামায়াতে প্রার্থী, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান শেখ মনজুরুল হক রাহাদ, এ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, সহকারি এ্য।টানি জেনারেল গাজী তামিম প্রমুখ।
শেষে বাগেরহাটের চারটি আসনের জামাত মনোনীত প্রার্থীদের হাতে দাড়িপাল্লা মার্কা তুলে দেওয়া হয়।