সর্বশেষ :
বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার ফলোআপঃ কারাফটকে ৩ মিনিট: দেখে স্ত্রী-সন্তানকে  রেখে কারাগারে ফিরলেন সাদ্দাম কুতুবদিয়া-মগনামা নৌরুটে সি-ট্রাক উদ্বোধন ঝড়-মৌসুমের আগেই উপকূলীয় ফেরি সার্ভিস চালুর ঘোষণা ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫ অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে ১২ বছরের শিশুর মৃত্যু ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২ পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ পারিবারিক কলহে স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফলোআপঃ কারাফটকে ৩ মিনিট: দেখে স্ত্রী-সন্তানকে  রেখে কারাগারে ফিরলেন সাদ্দাম

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাটঃ  বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে একই সাথে স্ত্রী ও ৯ মাসের দুগ্ধপোষ্য সন্তানের মৃত্যুতে তৈরি হয়েছে এক হৃদয়বিদারক পরিস্থিতি। কারাগারে বন্দি থাকায় শেষ মুহূর্তে স্ত্রী-সন্তানকে পাশে পাননি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। আইনের জটিলতায় প্যারোলে মুক্তি না মেলায় শেষ পর্যন্ত যশোর কারাফটকে মাত্র ৩ মিনিটের জন্য নিথর স্ত্রী-সন্তানকে দেখার সুযোগ পান এই কারাবন্দী পিতা।
সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও ৯ মাসের ছেলে নাজিফের মৃত্যুর পর গত (২৩ জানুয়ারি) শুক্রবার প্যারোলে মুক্তির আবেদন করেন স্বজনরা। তবে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সাংবাদিকদের  জানান, ২০১৬ সালের কারা আইন অনুযায়ী কোনো বন্দি যে জেলার কারাগারে আটক থাকেন, সেই জেলার জেলা ম্যাজিস্ট্রেটই কেবল প্যারোল মন্জুর  করতে পারেন। সাদ্দাম যেহেতু যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি, তাই বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষে তাকে মুক্তি দেওয়া আইনত সম্ভব ছিল না। এই আইনি সীমাবদ্ধতার কারণে শেষ বিদায়ের জানাজায় অংশ নিতে পারেননি সাদ্দাম।
প্যারোল না মেলায় নিরুপায় স্বজনরা শুক্রবার রাতে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে পৌঁছান। সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। কড়া পাহারার মধ্যে সাদ্দামকে কারাগারের ফটকে আনা হয়। সেখানে মাত্র ৩ মিনিটের জন্য তাকে স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ। প্রিয়জনদের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। ৩ মিনিট শেষ হতেই প্রিয়জনদের মরদেহ নিয়ে স্বজনরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন, আর সাদ্দামকে ফিরে যেতে হয় অন্ধকার প্রকোষ্ঠে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ১২টার দিকে সাবেকডাঙ্গা গ্রামে সুবর্ণার বাবার বাড়ির কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়। এর আগে স্থানীয় ঈদগাহ মাঠে রাত ১১টা ২০ মিনিটে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত শত শত মানুষ এই করুণ মৃত্যুতে শোক প্রকাশ করেন। দাফন শেষে এক নীরব নিস্তব্ধতা নেমে আসে পুরো গ্রামে।
উল্লেখ্য, গত শুক্রবার সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ ঘর থেকে স্বর্ণালী ও তার শিশুসন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ৯ মাসের সন্তানকে হত্যার পর স্বর্ণালী নিজে আত্মহত্যা করেছেন। সাদ্দাম গত ৫ আগস্টের পর আটক হয় এবং যশোর কারাগারে বন্ধি  রয়েছে।


এই বিভাগের আরো খবর