শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সবজি-মুরগি ও চালের দামে ঊর্ধ্বগতি, স্বস্তি মিলছে না

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

শীত শেষ না হতেই রাজধানীর বাজারে সবজিসহ বেশ কয়েকটি নিত্যপণ্যর দামে উর্ধ্বগতির হাওয়া বইছে। গত দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একইসঙ্গে ঊর্ধ্বমুখী চালের বাজার ও মুরগির দামে।

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া শালগম প্রতি কেজি ৬০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ থেকে ২০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা এবং গাজর প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। জাতভেদে শিম প্রতি কেজি ৪০ থেকে ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা এবং ছোট আকারের ব্রকলি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।সাপ্তাহিক ছুটির দিনে শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আলাউদ্দিন আহমেদ বলেন, ‘গেল কিছুদিন যাবৎ তুলনামূলক কম দামে সবজি কিনলাম, তবে আজ দেখছি সবজির দাম বাড়তে শুরু করেছে। প্রতিটা সবজির দামই আজ দেখছি ১০ থেকে ২০ টাকা বাড়তি।

এদিকে সপ্তাহ ব্যবধানে ১৬০ টাকার ব্রয়লার ১৮০ আর ২৬০ টাকার সোনালি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকায়।

অন্যদিকে কেজিতে ৩-৪ টাকা বেড়ে এক সপ্তাহ আগে বিক্রি হওয়া ৭৬ টাকার মিনিকেট ৮০ আর ৮০ টাকার নাজিরশাইল বিক্রি হচ্ছে ৮৪ টাকায়।

এদিকে, রমজানকে কেন্দ্র করে কেজিতে ১০-১৫ টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়। ছোলার ডালের দর কমলেও আমদানি করা বেশিরভাগ পণ্যের দাম চড়ে যাওয়ার আশঙ্কা তাদের।

স্বস্তি ফেরেনি সবজির বাজারেও। লেবুর হালি ৮০ টাকা আর শসার কেজি ঠেকেছে ১০০ টাকায়। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দর ৬০-৭০ টাকায়।


এই বিভাগের আরো খবর