বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের কচুয়ার গজলিয়ায় জনসভা করেছে জামায়াত মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হকের রাহাত। গজলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আবু হানিফের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড,মুস্তাইন বিল্লাহ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল কবির,কচুয়া উপজেলা জামায়াত আমির মাওলানা রফিকুল ইসলাম, ধোপাখানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মস্তাজাবুল হক,শ্রমিক নেতা অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামাত ক্ষমতায় গেলে আদর্শ কল্যাণমুখী রাষ্ট্র গঠন হবে। তাই সকলকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক এবং গণভোটে হ্যা এর পক্ষে ভোট দেওয়ার আহবান জানান।