সর্বশেষ :
ভেনেজুয়েলা অভিযানে মোতায়েন করা রণতরি ও যুদ্ধবিমান যাচ্ছে মধ্যপ্রাচ্যে জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইসরায়েল ১৫ বছর পর জাপানে চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মার্শাল ল: ২৩ বছরের কারাদণ্ড মিলল দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে সম্মত নেতানিয়াহু পাঁচ দিনে ১৪শ’র বেশি ইন্দোনেশিয়ান কাম্বোডিয়ার প্রতারণা চক্র থেকে বেরিয়েছে : দূতাবাস জেল পালানো শত শত কারাবন্দির হদিস নেই নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের আহ্বান ইসির নাটোরে কলেজশিক্ষককে কুপিয়ে হত্যা, ক্ষোভের আগুনে পুড়ে মারা গেলেন বৃদ্ধা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাঁচ দিনে ১৪শ’র বেশি ইন্দোনেশিয়ান কাম্বোডিয়ার প্রতারণা চক্র থেকে বেরিয়েছে : দূতাবাস

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

বিদেশ : জাকার্তা গতকাল বুধবার জানিয়েছে, নম পেন সরকার অনলাইন প্রতারণা ব্যবসায় নতুন দমন প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেওয়ার পর গত পাঁচ দিনে ১,৪০০-এর বেশি ইন্দোনেশিয়ান কাম্বোডিয়ার সাইবার প্রতারণা নেটওয়ার্ক থেকে বের হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন হাব থেকে কাজ করা প্রতারকরা বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের জাল প্রেমের এবং ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগে ফাঁদে ফেলে প্রতি বছর কয়েকশো কোটি ডলার হাতিয়ে নেয়।কিছু বিদেশি নাগরিক এ মাসে কাম্বোডিয়ার বিভিন্ন সন্দেহভাজন প্রতারণা কমপাউন্ড ত্যাগ করেছেন, সরকারের প্রতিশ্রুতির পর যে তারা অনলাইন প্রতারণা শিল্প সম্পর্কিত সমস্যাগুলো ‘দূর’ করবে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই শিল্পে শুধুমাত্র কাম্বোডিয়ায় অন্তত ১,০০,০০০ মানুষ কাজ করে। নম পেন থেকে এএফপি জানায়, দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ১৬-২০ জানুয়ারির মধ্যে, ১,৪৪০ জন ইন্দোনেশিয়ান অনলাইন প্রতারণা সিন্ডিকেট দ্বারা পরিচালিত সাইট থেকে বের হয়ে নম পেনে ইন্দোনেশিয়ার দূতাবাসে সাহায্যের জন্য পৌঁছেছেন। বৃহস্পতিবার ‘সর্বাধিক আগমনের ঢেউ’ ঘটে, যখন ৫২০ জন ইন্দোনেশিয়ান দূতাবাসে এসেছেন। এতে যোগ করা হয়েছে, সমপ্রতি কাম্বোডিয়ার আইনশৃঙ্খলা সংস্থার প্রতারণা অপারেটরদের বিরুদ্ধে নেয়া পদক্ষেপের কারণে আরও অনেক নাগরিক সম্ভবত দূতাবাসে হাজির হবেন। দূতাবাস জানিয়েছে, ‘মূল সমস্যা হলো, তাদের কাছে পাসপোর্ট নেই এবং তারা বৈধ অভিবাসন অনুমতি ছাড়াই কাম্বোডিয়ায় অবস্থান করছে।’দূতাবাস ইন্দোনেশিয়ানদের সতর্ক করেছে, যারা প্রতারণা সাইট ত্যাগ করছেন, তারা দূতাবাসে রিপোর্ট করুন, যাতে যাতায়াত সংক্রান্ত কাগজপত্র এবং ওভারস্টে জরিমানা মওকুফে সাহায্য করা যায় এবং দেশে ফিরতে সক্ষম হন। ইন্দোনেশিয়া এই সপ্তাহে জানিয়েছে, নম পেন দূতাবাস গত বছর কাম্বোডিয়ায় নাগরিকদের জন্য ৫,০০০-এর বেশি কনস্যুলার সেবা মোকাবিলা করেছে—যার ৮০ শতাংশের বেশি ইন্দোনেশিয়ান যারা ‘অনলাইন প্রতারণা সিন্ডিকেটে জড়িত থাকার কথা স্বীকার করেছে’। কাম্বোডিয়া চীনা বংশোদ্ভূত ব্যবসায়ী চেন ঝিকে গ্রেফতার ও দেশে ফেরত পাঠিয়েছে, যিনি কাম্বোডিয়ার থেকে ইন্টারনেট প্রতারণা পরিচালনার অভিযোগে অভিযুক্ত। মার্কিন কর্তৃপক্ষ কাম্বোডিয়ার নেতাদের সাবেক উপদেষ্টা চেন-এর বিরুদ্ধে অক্টোবর মাসে অভিযোগ আনে। বিশ্লেষকরা বলছেন, চেনের প্রত্যর্পণ কিছু প্রতারণা অপারেটরের মধ্যে আইনি ফলাফলের ভয় সৃষ্টি করেছে, যখন অপরাধমূলক ব্যবসা বছরের পর বছর বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিছু অপারেটর মানুষ মুক্তি দেওয়া বা তাদের কমপাউন্ড ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।


এই বিভাগের আরো খবর