বিদেশ : নিউজিল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুঙ্ন। আগামী ৭ নভেম্বর দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দলের এক বৈঠকে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। খবর এএফপির। নিউজিল্যান্ডের ক্রীড়াপ্রেমী জনগণের কথা মাথায় রেখেই নির্বাচনের এই তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার। বিশেষ করে অল ব্ল্যাকস (নিউজিল্যান্ডের জাতীয় রাগবি দল) ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার এক মাস পর এই সময়টি বেছে নেওয়া হয়েছে। নির্বাচনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী লুঙ্ন অর্থনীতি ও অপরাধ দমনে তার সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা যখন ক্ষমতা গ্রহণ করি, তখন দেশটি ভুল পথে যাচ্ছিল। গত দুই বছরের কঠোর পরিশ্রমে সেই পরিস্থিতি আমরা পরিবর্তন করেছি। এখন অর্থনীতি চাঙ্গা হচ্ছে, ব্যবসা-বাণিজ্যে আস্থা ফিরছে ও রপ্তানি আশাব্যঞ্জক হারে বৃদ্ধি পাচ্ছে। সমপ্রতি প্রকাশিত জনমত জরিপে দেখা গেছে, বর্তমান প্রধানমন্ত্রী লুঙ্নের রক্ষণশীল ‘ন্যাশনাল পার্টি’র চেয়ে বিরোধী ‘লেবার পার্টি’ সামান্য ব্যবধানে এগিয়ে আছে। জরিপ অনুযায়ী, লেবার পার্টি ৩১.৬ শতাংশ এবং ন্যাশনাল পার্টি ৩০ শতাংশ জনসমর্থন পাচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ছোট দলগুলোর সমর্থন পেলে লুঙ্নের জোট সরকার পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের সংসদ ভেঙে দেওয়া হবে এবং অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরু হবে।