সর্বশেষ :
বাগেরহাটে বিএনপির চার প্রার্থীর অনুপস্থিতিতে কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থী কাজী শিপন গণমানুষের সাথে বিগত দিনে  ছিলাম, এখনও আছি স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪০, তিন দিনের শোক ঘোষণা চীনে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৯ করাচির শপিং মলে আগুন: মৃত বেড়ে ২৩, নিখোঁজ ৩৮ ম্যাক্রোঁকে শান্তি বোর্ডে আনতে ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের প্রায় ৫ টন কোকেন জব্দ করল ফরাসি নৌবাহিনী তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে শতাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ, আহত বহু লুফথানসা এয়ারলাইনস ২৯ মার্চ পর্যন্ত তেহরানে ফ্লাইট স্থগিত করেছে ভিয়েতনাম নেতৃত্বের দুর্নীতিবিরোধী অঙ্গীকার, চীনঘেঁষা ক্ষমতার কাঠামোর দিকে দৃষ্টি
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে বিএনপির চার প্রার্থীর অনুপস্থিতিতে কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বিএনপির চার মনোনীত প্রার্থীর অনুপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শিমুল চন্দ্র রায় এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গোবিন্দ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ বসু সন্তু।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার মজুমদার।
এছাড়াও জেলার প্রতিটি উপজেলা থেকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ও সোমনাথ দে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণ দেখিয়ে তারা সভায় উপস্থিত থাকতে পারেননি। তবে বাগেরহাট-২ (বাগেরহাট সদর–কচুয়া) আসনের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের পক্ষে তার ভাই ডা. জুয়েল শেখ প্রতিনিধি হিসেবে সভায় অংশগ্রহণ করেন।
চার প্রার্থীর অনুপস্থিতিতে বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ হতাশা প্রকাশ করেন। তারা বলেন, প্রার্থীদের যত ব্যস্ততাই থাকুক না কেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এমন গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তাদের সরাসরি উপস্থিত থাকা অত্যন্ত জরুরি ছিল।


এই বিভাগের আরো খবর