সর্বশেষ :
বাগেরহাটে বিএনপির চার প্রার্থীর অনুপস্থিতিতে কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থী কাজী শিপন গণমানুষের সাথে বিগত দিনে  ছিলাম, এখনও আছি স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪০, তিন দিনের শোক ঘোষণা চীনে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৯ করাচির শপিং মলে আগুন: মৃত বেড়ে ২৩, নিখোঁজ ৩৮ ম্যাক্রোঁকে শান্তি বোর্ডে আনতে ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের প্রায় ৫ টন কোকেন জব্দ করল ফরাসি নৌবাহিনী তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে শতাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ, আহত বহু লুফথানসা এয়ারলাইনস ২৯ মার্চ পর্যন্ত তেহরানে ফ্লাইট স্থগিত করেছে ভিয়েতনাম নেতৃত্বের দুর্নীতিবিরোধী অঙ্গীকার, চীনঘেঁষা ক্ষমতার কাঠামোর দিকে দৃষ্টি
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চীনে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৯

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

বিদেশ : চীনের উত্তরাঞ্চলে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল মঙ্গলবার এ তথ্য জানায়। সপ্তাহের শেষে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে আরও বহু মানুষ আহত হন। বেইজিং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। সিনহুয়া জানায়, গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত একজনের খোঁজ মেলেনি। স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য দেওয়া হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, রোববার স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় ৬৫০ ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন পানি ও বাষ্প ট্যাংক থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। এর আগে সিনহুয়া জানায়, বিস্ফোরণের পর ৮৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার ভেঙে পড়া ছাদ ও ধ্বংসস্তূপ দেখা যায়। আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে ছিল অগ্নিনির্বাপণ যান। অন্য ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের সময় একটি বস্তু আকাশে ছিটকে যায়। কারখানা এলাকা থেকে ধোঁয়া বের হতে থাকে। ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকতে দেখা যায় একটি বড় নলাকৃতির ধাতব অংশ, যা কারখানা থেকেই ছিটকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কয়েক কিলোমিটার দূরের বাসিন্দারা জানান, বিস্ফোরণের ধাক্কায় তাঁদের বাড়িঘর কেঁপে ওঠে। জানালার কাচ ভেঙে যায়। চীনে এর আগেও বেশ ক’টি শিল্প দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত জুনে মধ্য চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু ও ২৬ জন আহত হন। ২০১৫ সালে, বন্দর নগরী তিয়ানজিনে দাহ্য রাসায়নিক মজুত থাকা এক গুদামে বিস্ফোরণে ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু ও ৭০০ জন আহত হয়।


এই বিভাগের আরো খবর