বিদেশ : জার্মানির লুফথানসা এয়ারলাইনস আগামী ২৯ মার্চ পর্যন্ত তেহরানগামী ও তেহরান থেকে শুরু করা কোনো ফ্লাইট পরিচালনা করবে না। কোম্পানির এক মুখপাত্র গত সোমবার এএফপিকে এ তথ্য জানান । তিনি বলেন, লুফথানসা গ্রুপের অংশ অস্ট্রিয়ান এয়ারলাইনসও অন্তত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরানে ফ্লাইট চালাবে না। বার্লিন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। এর আগে বুধবার লুফথানসা গ্রুপ জানায়, তারা ইরান ও ইরাকের আকাশসীমা এড়িয়ে চলবে। তবে মুখপাত্র জানান, গতকাল মঙ্গলবার ইরাকের আকাশসীমার একটি করিডোর ব্যবহার করা হবে। তিনি বলেন, ইরানের আকাশসীমা এড়িয়ে চলা অব্যাহত থাকবে। গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি বিমান সংস্থাগুলোকে ইরানের আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দেয়। যুক্তরাষ্ট্রের হামলার হুমকির প্রেক্ষাপটে ইরানের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে এই সতর্কতা জারি করা হয়। কোম্পানিটি এই সময়ের মধ্যে তেহরান ও এর আশেপাশের আকাশসীমা এড়িয়ে চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকার বিরোধী বিক্ষোভকারীদের সহায়তার উপায় হিসেবে সামরিক পদক্ষেপের কথা বারবার উল্লেখ করেছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। তা দ্রুত বিস্তৃত হয়ে ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে অন্যতম বড় আন্দোলনে রূপ নেয়।