সর্বশেষ :
বাগেরহাটে বিএনপির চার প্রার্থীর অনুপস্থিতিতে কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থী কাজী শিপন গণমানুষের সাথে বিগত দিনে  ছিলাম, এখনও আছি স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪০, তিন দিনের শোক ঘোষণা চীনে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৯ করাচির শপিং মলে আগুন: মৃত বেড়ে ২৩, নিখোঁজ ৩৮ ম্যাক্রোঁকে শান্তি বোর্ডে আনতে ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের প্রায় ৫ টন কোকেন জব্দ করল ফরাসি নৌবাহিনী তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে শতাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ, আহত বহু লুফথানসা এয়ারলাইনস ২৯ মার্চ পর্যন্ত তেহরানে ফ্লাইট স্থগিত করেছে ভিয়েতনাম নেতৃত্বের দুর্নীতিবিরোধী অঙ্গীকার, চীনঘেঁষা ক্ষমতার কাঠামোর দিকে দৃষ্টি
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লুফথানসা এয়ারলাইনস ২৯ মার্চ পর্যন্ত তেহরানে ফ্লাইট স্থগিত করেছে

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

বিদেশ : জার্মানির লুফথানসা এয়ারলাইনস আগামী ২৯ মার্চ পর্যন্ত তেহরানগামী ও তেহরান থেকে শুরু করা কোনো ফ্লাইট পরিচালনা করবে না। কোম্পানির এক মুখপাত্র গত সোমবার এএফপিকে এ তথ্য জানান । তিনি বলেন, লুফথানসা গ্রুপের অংশ অস্ট্রিয়ান এয়ারলাইনসও অন্তত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরানে ফ্লাইট চালাবে না। বার্লিন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। এর আগে বুধবার লুফথানসা গ্রুপ জানায়, তারা ইরান ও ইরাকের আকাশসীমা এড়িয়ে চলবে। তবে মুখপাত্র জানান, গতকাল মঙ্গলবার ইরাকের আকাশসীমার একটি করিডোর ব্যবহার করা হবে। তিনি বলেন, ইরানের আকাশসীমা এড়িয়ে চলা অব্যাহত থাকবে। গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি বিমান সংস্থাগুলোকে ইরানের আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দেয়। যুক্তরাষ্ট্রের হামলার হুমকির প্রেক্ষাপটে ইরানের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে এই সতর্কতা জারি করা হয়। কোম্পানিটি এই সময়ের মধ্যে তেহরান ও এর আশেপাশের আকাশসীমা এড়িয়ে চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকার বিরোধী বিক্ষোভকারীদের সহায়তার উপায় হিসেবে সামরিক পদক্ষেপের কথা বারবার উল্লেখ করেছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। তা দ্রুত বিস্তৃত হয়ে ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে অন্যতম বড় আন্দোলনে রূপ নেয়।


এই বিভাগের আরো খবর